মুম্বই : অঙ্কিতার সঙ্গে সুশান্তের যে ঠিক কী হয়েছিল, সেটা জানা নেই কারও । তবে ব্রেকআপের পরেও যে দু'জনেই দু'জনকে ভালোবাসতেন তা আজ স্পষ্ট । অঙ্কিতার বাড়ির নেমপ্লেটে নাকি এখনও রয়েছে সুশান্তের নাম ।
একথা আমরা নয়, জানালেন সুশান্ত-অঙ্কিতার কমন ফ্রেন্ড সন্দীপ সিং । অঙ্কিতার উদ্দেশে একটি ইমোশনাল পোস্ট করেছেন সন্দীপ । দুঃখপ্রকাশ করেছেন, "আমরা আর একটু চেষ্টা করতে পারতাম, আমরা ওঁকে আটকাতে পারতাম, আমরা ওঁর কাছে ভিক্ষে চাইতে পারতাম ।"
সন্দীপ লিখেছেন, "তুমি এখনও তোমার বাড়ির নেমপ্লেটে রেখে দিয়েছ ওঁর নাম । আমি জানি একমাত্র তুমিই ওঁকে বাঁচাতে পারতে । আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম, সেভাবে যদি তোমাদের বিয়ে হত ! তুমি ওঁর গার্লফ্রেন্ড ছিলে, ওঁর স্ত্রী ছিলে, ওঁর মা ছিলে আর ওঁর বেস্ট ফ্রেন্ড ছিলে । আমি তোমায় ভালোবাসি । তোমার মতো বন্ধু যেন আমায় হারাতে না হয় । আমি নিতে পারব না", অকপটে অনেক কথা লিখে গেছেন সন্দীপ ।
তাঁর এই পোস্ট সুশান্ত আর অঙ্কিতার সম্পর্কের অনেক না জানা কথা বলেছে । ইতিমধ্যেই ভাইরাল পোস্টটি । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে সুশান্তও নাকি অঙ্কিতার সঙ্গে ব্রেকআপের পর সেই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারেননি, জানিয়েছেন সুশান্তের মনোরোগ বিশেষজ্ঞ ।