ETV Bharat / sitara

জন্মদিনের অনুষ্ঠানে হাজির সন্দীপ সিং, ট্রোলড অঙ্কিতা লোখান্ডে - Sandeep Ssingh featuring ankita birthday

জন্মদিনের অনুষ্ঠানের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরই ট্রোলড হন অঙ্কিতা । তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুশান্ত অনুরাগীরা ।

asd
asd
author img

By

Published : Dec 20, 2020, 5:40 PM IST

মুম্বই : 36 বছরে পা দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে । গতকালই ছিল তাঁর জন্মদিন । পরিবার ও বন্ধুদের সঙ্গেই জন্মদিন পালন করেন তিনি । সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং হচ্ছেন অভিনেত্রী । সৌজন্যে তাঁর জন্মদিনের পার্টি ।

অঙ্কিতার জন্মদিনের পার্টিতে অন্য বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন সন্দীপ সিং । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছিল এই সন্দীপের । এমনকী, তদন্তকারীদেরও নজরে ছিলেন তিনি ।

বহু বছর আগে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতার । সেই সময় তাঁদের ভালো বন্ধু ছিলেন সন্দীপ । কিন্তু, অঙ্কিতার সঙ্গে সুশান্তের ব্রেকআপ হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি । সেই কারণে ধীরে ধীরে সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্বও অনেকটা ফিকে হয়ে গিয়েছিল । এদিকে সুশান্তের মৃত্যুর পরই সামনে আসে সন্দীপের নাম ।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছিলেন অঙ্কিতা । প্রয়াত অভিনেতার পরিবারের প্রতিটা পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন তিনি । যদিও তদন্তের সময় একাধিক অভিযোগের আঙুল উঠতে শুরু করেছিল সন্দীপের দিকে । আর সেই কারণেই অঙ্কিতার জন্মদিনের পার্টিতে সন্দীপকে দেখে মেনে নিতে পারেননি সুশান্ত অনুরাগীরা ।

অঙ্কিতার সমালোচনায় সরব হয়েছেন তাঁরা । তাঁদের বক্তব্য, অঙ্কিতাকে বিশ্বাস করে ভুল করেছেন । এটা কখনও অঙ্কিতার থেকে আশা করেননি ।

আবার সুশান্ত অনুরাগীদের একাংশের মতে অঙ্কিতা কী করল সেটা দেখার কোনও দরকার নেই । বরং সুশান্তের বাবা যে হাসপাতালে ভরতি রয়েছেন তাঁর জন্য প্রার্থনা করুন ।

মুম্বই : 36 বছরে পা দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে । গতকালই ছিল তাঁর জন্মদিন । পরিবার ও বন্ধুদের সঙ্গেই জন্মদিন পালন করেন তিনি । সম্প্রতি টুইটারে ট্রেন্ডিং হচ্ছেন অভিনেত্রী । সৌজন্যে তাঁর জন্মদিনের পার্টি ।

অঙ্কিতার জন্মদিনের পার্টিতে অন্য বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন সন্দীপ সিং । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছিল এই সন্দীপের । এমনকী, তদন্তকারীদেরও নজরে ছিলেন তিনি ।

বহু বছর আগে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতার । সেই সময় তাঁদের ভালো বন্ধু ছিলেন সন্দীপ । কিন্তু, অঙ্কিতার সঙ্গে সুশান্তের ব্রেকআপ হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি । সেই কারণে ধীরে ধীরে সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্বও অনেকটা ফিকে হয়ে গিয়েছিল । এদিকে সুশান্তের মৃত্যুর পরই সামনে আসে সন্দীপের নাম ।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছিলেন অঙ্কিতা । প্রয়াত অভিনেতার পরিবারের প্রতিটা পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন তিনি । যদিও তদন্তের সময় একাধিক অভিযোগের আঙুল উঠতে শুরু করেছিল সন্দীপের দিকে । আর সেই কারণেই অঙ্কিতার জন্মদিনের পার্টিতে সন্দীপকে দেখে মেনে নিতে পারেননি সুশান্ত অনুরাগীরা ।

অঙ্কিতার সমালোচনায় সরব হয়েছেন তাঁরা । তাঁদের বক্তব্য, অঙ্কিতাকে বিশ্বাস করে ভুল করেছেন । এটা কখনও অঙ্কিতার থেকে আশা করেননি ।

আবার সুশান্ত অনুরাগীদের একাংশের মতে অঙ্কিতা কী করল সেটা দেখার কোনও দরকার নেই । বরং সুশান্তের বাবা যে হাসপাতালে ভরতি রয়েছেন তাঁর জন্য প্রার্থনা করুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.