মুম্বই : মিলিন্দ যেখানে 53, সেখানে অঙ্কিতা 28। তাঁদের এই বয়সের পার্থক্য অনেক সময়ই চায়ের টেবিলে মুচমুচে গসিপের কাজ করে। তবে তাঁরা দু'জনে কীভাবে দেখেন বিষয়টা? সম্প্রতি সামনে আসা একটি ভিডিয়োয় খোলাখুলি কথা বললেন দম্পতি। সেখানে মিলিন্দকে দেখা গেল বিভিন্ন সময় তাঁদের নিয়ে হওয়া ট্রোলের জবাব দিতে।
এক ট্রোলারের মতে, "অঙ্কিতার আপনাকে বাবা বলে ডাকা উচিত"। ট্রোলটি পড়ে মিলিন্দের এপিক জবাব, "হ্যাঁ অঙ্কিতা তো আমায় মাঝে মাঝে বাবা বলে ডাকে।" শুনে খিলখিলিয়ে হেসে ওঠেন অঙ্কিতা।
কোনও ট্রোলারের মতে আবার, "আপনার এই আচরণ সভ্য সমাজে শোভা দেয় না। আপনার ক্ষমা চাওয়া উচিত।" তবে এই মন্তব্যের কোনও পালটা মন্তব্য করেননি মিলিন্দ।
অঙ্কিতার বক্তব্য স্পষ্ট। তিনি বললেন, "তোমার কারো সঙ্গে থাকা নিয়ে যদি পুরো সমাজ খুশি হয়, কিন্তু তুমি খুশি না হও, তাহলে সেই খুশির কী মানে? আমার মনে হয় বয়স শুধুমাত্র একটা নম্বর।"
মিলিন্দ আজও অঙ্কিতাকে দেখলে মনে করেন, "ও মাই গড, পাঁচ বছরেও বদলায়নি আমার অনুভূতি"। দেখে নিন মিলিন্দ-অঙ্কিতার অসাধারণ জীবনযাত্রার এক ঝলক...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">