ETV Bharat / sitara

বিবাহবার্ষিকীতে "অপরাধ" করে ফেললেন অনিল - অনিল কাপুরের খবর

বিবাহবার্ষিকীর দিন "অপরাধ" করে ফেলেছেন অনিল কাপুর । আর তাই নিজেকে শাস্তিও দিলেন অভিনেতা ।

Anil kapoor on his anniversary
Anil kapoor on his anniversary
author img

By

Published : May 21, 2020, 11:20 PM IST

মুম্বই : দু'দিন আগে অর্থাৎ 19 মে বিবাহবার্ষিকী ছিল অনিল কাপুরের । মনটা বেশ খুশি ছিল । স্ত্রী সুনীতা কাপুরের সঙ্গে এই বিশেষ দিনটি সেলিব্রেট করতে অনেকটা কেক খেয়ে ফেলেছিলেন তিনি । আর সেটাই তাঁর ভাষায় "অপরাধ" ।

স্বাস্থ্যসচেতন অনিলের কাছে কেক খেয়ে ফেলাটা সত্যিই অন্যায় । কারণ, যিনি এই বয়সেও টগবগে যৌবনে ফুটছেন, তাঁকে কতটা রুটিনের মধ্যে থাকতে হয় আন্দাজ করা যায় নিশ্চয়ই । নিয়ম মেনে খাওয়া, ঘুম আর ওয়ার্কআউট অনিল কাপুরের জীবনে খুব গুরুত্বপূর্ণ ।

তা অপরাধ যখন করেই ফেলেছেন, শাস্তি তো ভোগ করতে হবে । তাই ঘাম ঝরিয়ে বাড়তি মেদকে ব্য়ালেন্স করলেন অনিল । প্রায় আধ ঘণ্টা এক্সারসাইজ় সাইকেল চালালেন তিনি । শেয়ার করা ভিডিয়োয় টপ টপ করে ঘাম ঝরতে দেখা গেল অভিনেতার কপাল থেকে ।

এই বয়সেও অনিল কাপুরের ডেডিকেশন দেখে অনুপ্রাণিত হয়েছেন নেটিজেনরা । দেখে নিন ভিডিয়ো...

  • I enjoyed committing the crime - eating all the anniversary cakes ...
    now I must do the time and burn off those calories! pic.twitter.com/5YsCP8bnnp

    — Anil Kapoor (@AnilKapoor) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : দু'দিন আগে অর্থাৎ 19 মে বিবাহবার্ষিকী ছিল অনিল কাপুরের । মনটা বেশ খুশি ছিল । স্ত্রী সুনীতা কাপুরের সঙ্গে এই বিশেষ দিনটি সেলিব্রেট করতে অনেকটা কেক খেয়ে ফেলেছিলেন তিনি । আর সেটাই তাঁর ভাষায় "অপরাধ" ।

স্বাস্থ্যসচেতন অনিলের কাছে কেক খেয়ে ফেলাটা সত্যিই অন্যায় । কারণ, যিনি এই বয়সেও টগবগে যৌবনে ফুটছেন, তাঁকে কতটা রুটিনের মধ্যে থাকতে হয় আন্দাজ করা যায় নিশ্চয়ই । নিয়ম মেনে খাওয়া, ঘুম আর ওয়ার্কআউট অনিল কাপুরের জীবনে খুব গুরুত্বপূর্ণ ।

তা অপরাধ যখন করেই ফেলেছেন, শাস্তি তো ভোগ করতে হবে । তাই ঘাম ঝরিয়ে বাড়তি মেদকে ব্য়ালেন্স করলেন অনিল । প্রায় আধ ঘণ্টা এক্সারসাইজ় সাইকেল চালালেন তিনি । শেয়ার করা ভিডিয়োয় টপ টপ করে ঘাম ঝরতে দেখা গেল অভিনেতার কপাল থেকে ।

এই বয়সেও অনিল কাপুরের ডেডিকেশন দেখে অনুপ্রাণিত হয়েছেন নেটিজেনরা । দেখে নিন ভিডিয়ো...

  • I enjoyed committing the crime - eating all the anniversary cakes ...
    now I must do the time and burn off those calories! pic.twitter.com/5YsCP8bnnp

    — Anil Kapoor (@AnilKapoor) May 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.