ETV Bharat / sitara

লকডাউনে নিজেকে সময় দিচ্ছেন অনিল কাপুর

লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন অনিল । এই কঠিন পরিস্থিতিতে নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 19, 2020, 11:13 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাড়িতেই দিন কাটছে সবার । একই অবস্থা অনিল কাপুরের । তবে এই সময় নিজেকে অনেকটা সময় দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি ।

অনুপম খেরের সঙ্গে একটি লাইভ চ্যাট করেন অনিল কাপুর । এই কঠিন পরিস্থিতির মধ্যে অনিক কীভাবে বাড়িতে কাটাচ্ছেন তা জানতে চান অনুপম । তার উত্তরে অনিল বলেন, "এখন খুব বেশি বই পড়ছি ও সিনেমা দেখছি । বেশ কয়েকটি স্ক্রিপ্টও পড়ছি । এছাড়া শরীরচর্চা তো রয়েছেই । এটাই আমাকে ব্যস্ত রাখে । আর আমি যেই হারে শরীরচর্চা করি সেই হারেই খাই । সব থেকে বড় বিষয় হল এই সময় নিজের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে চিন্তায় রয়েছেন সবাই । এখন সব কিছুই বড় অনিশ্চিত । কারণ পরিস্থিতি ঠিক হওয়ার চাকরি বা কাজ থাকবে কি না তা নিয়ে চিন্তিত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা । আর তাই এই সময় সবাইকে ইতিবাচক বিষয় নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন অনিল কাপুর । এমনকী, নিজেও পজ়িটিভ থাকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি ।

এ প্রসঙ্গে তিনি বলেন, "গত দু'মাস ধরে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমি । এমনও দিন গেছে যখন আমার খুব খারাপ লেগেছে । গোটা দিনটাই ভালো কাটেনি । কিন্তু, সময় পজ়িটিভ থাকা খুবই দরকার । আর আমি সেটাই থাকার চেষ্টা করছি ।"

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাড়িতেই দিন কাটছে সবার । একই অবস্থা অনিল কাপুরের । তবে এই সময় নিজেকে অনেকটা সময় দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি ।

অনুপম খেরের সঙ্গে একটি লাইভ চ্যাট করেন অনিল কাপুর । এই কঠিন পরিস্থিতির মধ্যে অনিক কীভাবে বাড়িতে কাটাচ্ছেন তা জানতে চান অনুপম । তার উত্তরে অনিল বলেন, "এখন খুব বেশি বই পড়ছি ও সিনেমা দেখছি । বেশ কয়েকটি স্ক্রিপ্টও পড়ছি । এছাড়া শরীরচর্চা তো রয়েছেই । এটাই আমাকে ব্যস্ত রাখে । আর আমি যেই হারে শরীরচর্চা করি সেই হারেই খাই । সব থেকে বড় বিষয় হল এই সময় নিজের সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে চিন্তায় রয়েছেন সবাই । এখন সব কিছুই বড় অনিশ্চিত । কারণ পরিস্থিতি ঠিক হওয়ার চাকরি বা কাজ থাকবে কি না তা নিয়ে চিন্তিত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা । আর তাই এই সময় সবাইকে ইতিবাচক বিষয় নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন অনিল কাপুর । এমনকী, নিজেও পজ়িটিভ থাকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি ।

এ প্রসঙ্গে তিনি বলেন, "গত দু'মাস ধরে বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আমি । এমনও দিন গেছে যখন আমার খুব খারাপ লেগেছে । গোটা দিনটাই ভালো কাটেনি । কিন্তু, সময় পজ়িটিভ থাকা খুবই দরকার । আর আমি সেটাই থাকার চেষ্টা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.