ETV Bharat / sitara

নিজের সবচেয়ে বড় দুর্বলতার কথা ফাঁস করে দিলেন অনিল - অনিল কাপুরের খবর

সবার জীবনেই কোনও না কোনও দুর্বলতা থাকে । অনিল কাপুরও ব্যতিক্রম নন । তাঁর জীবনেও একটা চরম দুর্বলতা আছে । সেটা কী ? পাঞ্জাবী ছেলে অনিলের কাছে খাবার হল সবচেয়ে বড় দুর্বলতা । জানালেন নিজেই ।

anil kapor loves eating
anil kapor loves eating
author img

By

Published : Oct 22, 2020, 9:03 AM IST

মুম্বই : ভালো খাবার দেখলে আর স্থির থাকতে পারেন না অনিল কাপুর । খাবার তাঁর সবচেয়ে বড় দুর্বলতা । আর এই দুর্বলতাকে জয় করেছেন অভিনেতা । ফিট শরীর আর শার্প লুক আনার জন্য নিজেকে সংযত করেছেন অনিল ।

এই বয়সেও অনিল কাপুর ফিটনেসের যে উদাহরণ তৈরি করেছেন তা অবিশ্বাস্য । থামা তো দূরের কথা, অনিল প্রতিদিন নতুন কোনও লক্ষ্যের উদ্দেশে দৌড়ে যান । সম্প্রতি ওয়ার্কআউট আর সুস্থ জীবনযাপন করাই তাঁর লক্ষ্য হয়ে উঠেছে ।

ট্রেনারের সাহায্যে এই লকডাউনে নিজের শরীরকে আরও সুন্দর করে তুলেছেন অভিনেতা । নিয়মিত ওয়ার্কআউট আর ঠিকঠাক খাবার খাওয়া । তবে খাবার যেহেতু অনিলের সবচেয়ে বড় দুর্বলতা, তাই এক্ষেত্রে সংযম করাটা একটু কঠিন ছিল তাঁর পক্ষে ।

তাও তিনি পেরেছেন । শুধু একার চেষ্টায় নয় । বাড়ির প্রতিটি সদস্য তাঁকে সাহায্য করেছেন । রান্নার লোক সহ অন্যান্য কর্মীও খাওয়ার সময় তাঁকে উদ্বুদ্ধ করেছে । তাই ইনস্টাগ্রাম পোস্টে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন অনিল । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : ভালো খাবার দেখলে আর স্থির থাকতে পারেন না অনিল কাপুর । খাবার তাঁর সবচেয়ে বড় দুর্বলতা । আর এই দুর্বলতাকে জয় করেছেন অভিনেতা । ফিট শরীর আর শার্প লুক আনার জন্য নিজেকে সংযত করেছেন অনিল ।

এই বয়সেও অনিল কাপুর ফিটনেসের যে উদাহরণ তৈরি করেছেন তা অবিশ্বাস্য । থামা তো দূরের কথা, অনিল প্রতিদিন নতুন কোনও লক্ষ্যের উদ্দেশে দৌড়ে যান । সম্প্রতি ওয়ার্কআউট আর সুস্থ জীবনযাপন করাই তাঁর লক্ষ্য হয়ে উঠেছে ।

ট্রেনারের সাহায্যে এই লকডাউনে নিজের শরীরকে আরও সুন্দর করে তুলেছেন অভিনেতা । নিয়মিত ওয়ার্কআউট আর ঠিকঠাক খাবার খাওয়া । তবে খাবার যেহেতু অনিলের সবচেয়ে বড় দুর্বলতা, তাই এক্ষেত্রে সংযম করাটা একটু কঠিন ছিল তাঁর পক্ষে ।

তাও তিনি পেরেছেন । শুধু একার চেষ্টায় নয় । বাড়ির প্রতিটি সদস্য তাঁকে সাহায্য করেছেন । রান্নার লোক সহ অন্যান্য কর্মীও খাওয়ার সময় তাঁকে উদ্বুদ্ধ করেছে । তাই ইনস্টাগ্রাম পোস্টে প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন অনিল । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.