ETV Bharat / sitara

মেয়েকে ভয় পান অনিল ? - অনিল কাপুরের খবর

মেয়ে সোনম কাপুরকে বেশ ভয় পান অনিল কাপুর । অভিনেত্রীর 35 তম জন্মদিনে এই বলেই উইশ করলেন অনিল ।

Anil kapoor on Sonam kapoor birthday
Anil kapoor on Sonam kapoor birthday
author img

By

Published : Jun 9, 2020, 2:04 PM IST

মুম্বই : লকডাউনের সময়টা দিল্লিতে ছিলেন সোনম কাপুর । লকডাউন উঠতেই ফিরেছেন মুম্বই, তাও আবার নিজের জন্মদিনে । বাড়িতে খুশির আবহ । সেই ফাঁকেই অনিল কাপুর বলে দিলেন যে, মেয়েকে বেশ ভয় পান তিনি ।

সোনমের সঙ্গে নিজের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন অনিল । ক্যাপশনে মেয়েকে দিয়েছেন আবেগপ্রবণ বার্তা ।

'মিস্টার ইন্ডিয়া' অনিল লিখেছেন, "এমন এক মেয়ে যেমনটা কারও হয় না, আনন্দ আহুজার পারফেক্ট পার্টনার, পরদার এক স্টার, আর একজন স্টাইল আইকন.." সোনমকে এভাবেই পরিচয় করালেন অনিল ।

এরপর অভিনেতা লিখেছেন যে, সোনম একমাত্র মানুষ যাঁকে তিনি ভয় পান । অনিলের এই কথায় আবার সায় দিয়েছেন জামাই আনন্দ । কমেন্ট বক্সে তিনি লিখেছেন, "আপনি (আর আমি) যে কতটা ভয় পেয়ে থাকেন সেটা বলার নয় ।"

দেখে নিন অনিলের পোস্ট..

মুম্বই : লকডাউনের সময়টা দিল্লিতে ছিলেন সোনম কাপুর । লকডাউন উঠতেই ফিরেছেন মুম্বই, তাও আবার নিজের জন্মদিনে । বাড়িতে খুশির আবহ । সেই ফাঁকেই অনিল কাপুর বলে দিলেন যে, মেয়েকে বেশ ভয় পান তিনি ।

সোনমের সঙ্গে নিজের বেশ কয়েকটা ছবি শেয়ার করেছেন অনিল । ক্যাপশনে মেয়েকে দিয়েছেন আবেগপ্রবণ বার্তা ।

'মিস্টার ইন্ডিয়া' অনিল লিখেছেন, "এমন এক মেয়ে যেমনটা কারও হয় না, আনন্দ আহুজার পারফেক্ট পার্টনার, পরদার এক স্টার, আর একজন স্টাইল আইকন.." সোনমকে এভাবেই পরিচয় করালেন অনিল ।

এরপর অভিনেতা লিখেছেন যে, সোনম একমাত্র মানুষ যাঁকে তিনি ভয় পান । অনিলের এই কথায় আবার সায় দিয়েছেন জামাই আনন্দ । কমেন্ট বক্সে তিনি লিখেছেন, "আপনি (আর আমি) যে কতটা ভয় পেয়ে থাকেন সেটা বলার নয় ।"

দেখে নিন অনিলের পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.