মুম্বই : সম্প্রতি মুম্বইয়ের একটি প্রেসমিটে এসেছিলেন অনিল কাপুর ও সুভাষ ঘাই। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের তরফ থেকে সুষমা স্বরাজের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় তাঁদের কাছে। অনিল বলেন...
"খুব অল্প বয়সেই চলে গেলেন। আমি ভাবতেই পারিনি ঘটনাটা এত তাড়তাড়ি ঘটে যাবে। কিছু মানুষ এমন হয় যাঁদের সঙ্গে দেখা না করেও আপনার মনে হবে যে, তাঁর সঙ্গে একটা যোগাযোগ আছে আপনার। তাঁরা যা করেন, সেটা দেশের জন্য করেন। ওঁর কথাবার্তা, উপস্থিতির মধ্যে সেই ব্যাপারটা ছিল, আমি দূর থেকেই ওঁকে সম্মান করতাম।"
সুভাষ ঘাইও ব্যক্ত করেন তাঁর অনুভূতি। বলেন, "আমি ছোটো থেকেই ওঁকে দেখে এসেছি, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন দেশনেত্রী হিসেবে। সুষমা স্বরাজজীর ভাবনা, বক্তব্য ও কাজ প্রতিটাই দেশের উদ্দেশ্যে নিবেদিত ছিল। অবশ্যই এটা একটা বিরাট ক্ষতি।"
দেখে নিন ভিডিয়ো...