ETV Bharat / sitara

সাইবারবুলিংয়ের মোকাবিলায় 'So Positive' ক্যাম্পেন অনন্যার - bollywood

সাইবারবুলিংয়ের মোকাবিলা করতে 'So Positive' নামে অনলাইন ক্যাম্পেন শুরু করলেন অভিনেত্রী অনন্যা পান্ডে । তিনি জানান, ট্রোলিংয়ের মতো কাজ যুব সমাজে প্রভাব ফেলছে ।

অনন্যা পান্ডে
author img

By

Published : Jul 8, 2019, 11:58 AM IST

মুম্বই : গতমাসে একটি সাক্ষাৎকারে অনন্যা জানান, তিনি USC আন্নেনবার্গ স্কুল ফর কমিউনিকেশন ও জার্নালিজ়মে ভরতি হয়েছেন । তারপরই 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২'-র অভিনেত্রীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় । পরে তিনি কলেজে ভরতির সব নথিপত্রের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ।

ঘটনার ব্য়াপারে অনন্যা IANS-কে বলেন, "এটা সত্য়ি যে এই সমস্ত ট্রোল আমাদের অ্যাটেনশন পাওয়ার যোগ্য় নয় । আমার সঙ্গে যখন ঘটনাটি ঘটে, তখন সেটি শুধু আমার উপর নয়, আমার পরিবার ও বন্ধুদের উপরও প্রভাব ফেলেছিল ।"

"তাঁরা জানেন তাঁদের মেয়ে কলেজে ভরতির জন্য কঠোর পরিশ্রম করেছে । তাই নিজদের সন্তুষ্টির জন্য আমি ছবিগুলো পোস্ট করি । সাইবারবুলিং এখন সাধারণ হয়ে গেলেও এটা আমাদের সবার উপর প্রভাব বিস্তার করে । মানুষের বোঝা উচিত কীভাবে এটা অন্য়দের জীবনে প্রভাব ফেলছে । আর কেন কোনও কিছু সম্পর্কে বলার দায় নিতে জানতে হয় । তাই আমি এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছি ।"

চাঙ্কি পান্ডের মেয়ে আরও বলেন, "আমার বাবা বলতেন এবং আমি এটার পক্ষেই রয়েছি । মানুষের কমেন্টকে কখনও গুরুত্ব দেওয়া উচিত নয় । কারণ তারা যখন তখন পালটে যায় ।"

অনন্যা বলেন, "আমি সব হেটারদের ভালোবাসা ও পজ়িটিভিটি পাঠায় । কারণ তাদের এটার দরকার । তাঁরা সবসময় আমাদের রিঅ্যাকশন জানতে চায় ।"

এরপর মুদাস্সার আজ়িজ় পরিচালিত 'পতি, পত্নি অর উয়ো'-তে কাজ করতে দেখা যাবে অনন্যাকে ।

মুম্বই : গতমাসে একটি সাক্ষাৎকারে অনন্যা জানান, তিনি USC আন্নেনবার্গ স্কুল ফর কমিউনিকেশন ও জার্নালিজ়মে ভরতি হয়েছেন । তারপরই 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২'-র অভিনেত্রীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় । পরে তিনি কলেজে ভরতির সব নথিপত্রের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ।

ঘটনার ব্য়াপারে অনন্যা IANS-কে বলেন, "এটা সত্য়ি যে এই সমস্ত ট্রোল আমাদের অ্যাটেনশন পাওয়ার যোগ্য় নয় । আমার সঙ্গে যখন ঘটনাটি ঘটে, তখন সেটি শুধু আমার উপর নয়, আমার পরিবার ও বন্ধুদের উপরও প্রভাব ফেলেছিল ।"

"তাঁরা জানেন তাঁদের মেয়ে কলেজে ভরতির জন্য কঠোর পরিশ্রম করেছে । তাই নিজদের সন্তুষ্টির জন্য আমি ছবিগুলো পোস্ট করি । সাইবারবুলিং এখন সাধারণ হয়ে গেলেও এটা আমাদের সবার উপর প্রভাব বিস্তার করে । মানুষের বোঝা উচিত কীভাবে এটা অন্য়দের জীবনে প্রভাব ফেলছে । আর কেন কোনও কিছু সম্পর্কে বলার দায় নিতে জানতে হয় । তাই আমি এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছি ।"

চাঙ্কি পান্ডের মেয়ে আরও বলেন, "আমার বাবা বলতেন এবং আমি এটার পক্ষেই রয়েছি । মানুষের কমেন্টকে কখনও গুরুত্ব দেওয়া উচিত নয় । কারণ তারা যখন তখন পালটে যায় ।"

অনন্যা বলেন, "আমি সব হেটারদের ভালোবাসা ও পজ়িটিভিটি পাঠায় । কারণ তাদের এটার দরকার । তাঁরা সবসময় আমাদের রিঅ্যাকশন জানতে চায় ।"

এরপর মুদাস্সার আজ়িজ় পরিচালিত 'পতি, পত্নি অর উয়ো'-তে কাজ করতে দেখা যাবে অনন্যাকে ।

Intro:Body:

ananya pandey


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.