ETV Bharat / sitara

শাহরুখ খানকে "দ্বিতীয় বাবা" মনে করেন এই অভিনেত্রী... - Bollywood

তিন সন্তানের বাবা শাহরুখ খান। আর নিজের সন্তানরাই প্রথম প্রায়োরিটি কিং খানের কাছে। তবে আরিয়ান-সুহানা-আব্রাম ছাড়াও একজন আছে যিনি শাহরুখকে নিজের "দ্বিতীয় বাবা" মনে করেন। তিনি আবার এক অভিনেত্রীও।

অনন্যা পাণ্ডে
author img

By

Published : May 20, 2019, 7:30 PM IST

মুম্বই :কথা হচ্ছে অনন্যা পাণ্ডেকে নিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, শাহরুখ অনন্যার খুবই কাছের। চাঙ্কি পাণ্ডের পর শাহরুখকেই সবথেকে বেশি বিশ্বাস করেন, ভরসা করেন অনন্যা।

অনন্যা পাণ্ডে
অনন্যা

সুহানা আর অনন্যা অনেক বছরের বন্ধু। বলতে গেলে তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। তাঁদের গার্ল গ্যাং এখনও অটুট রয়েছে। একে অপরের পারিবারিক বন্ধুই বলা যায় অনন্যা আর সুহানাকে। ফাঁক পেলেই একে অপরের বাড়ি চলে যান তাঁরা। এমনকি আব্রামের অন্যতম খেলার সঙ্গী অনন্যা। সেই সূত্রে শাহরুখ যে অনন্যার বাবার মতোই হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বিবেকের কোনও ক্লাস নেই, কেন বললেন সোনম?

অনন্যার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২' মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনন্য়ার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।

মুম্বই :কথা হচ্ছে অনন্যা পাণ্ডেকে নিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে যে, শাহরুখ অনন্যার খুবই কাছের। চাঙ্কি পাণ্ডের পর শাহরুখকেই সবথেকে বেশি বিশ্বাস করেন, ভরসা করেন অনন্যা।

অনন্যা পাণ্ডে
অনন্যা

সুহানা আর অনন্যা অনেক বছরের বন্ধু। বলতে গেলে তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। তাঁদের গার্ল গ্যাং এখনও অটুট রয়েছে। একে অপরের পারিবারিক বন্ধুই বলা যায় অনন্যা আর সুহানাকে। ফাঁক পেলেই একে অপরের বাড়ি চলে যান তাঁরা। এমনকি আব্রামের অন্যতম খেলার সঙ্গী অনন্যা। সেই সূত্রে শাহরুখ যে অনন্যার বাবার মতোই হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বিবেকের কোনও ক্লাস নেই, কেন বললেন সোনম?

অনন্যার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২' মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনন্য়ার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।

Intro:Body:

শাহরুখ খানকে "দ্বিতীয় বাবা" মনে করেন এই অভিনেত্রী...



তিন সন্তানের বাবা শাহরুখ খান। আর নিজের সন্তানরাই প্রথম প্রায়োরিটি কিং খানের কাছে। তবে আরিয়ান-সুহানা-আব্রাম ছাড়াও একজন আছে যিনি শাহরুখকে নিজের "দ্বিতীয় বাবা" মনে করেন। তিনি আবার এক অভিনেত্রীও।



কথা হচ্ছে অনন্যা পাণ্ডেকে নিয়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায় যে, শাহরুখ অনন্যার খুবই কাছের। চাঙ্কি পাণ্ডের পর শাহরুখকেই সবথেকে বেশি বিশ্বাস করেন অনন্যা।



সুহানা আর অনন্যা অনেক বছরের বন্ধু। বলতে গেলে তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। তাঁদের গার্ল গ্যাং এখনও অটুট রয়েছে। তাঁদের একে অপরের পারিবারিক বন্ধুই বলা যায়। সেই সূত্রে শাহরুখ যে অনন্যার বাবার মতোই হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।



অনন্যার প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দা ইয়ার ২' মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনন্য়ার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.