ETV Bharat / sitara

Amitabh Bachchan on Bappi Lahiri : বাপ্পিদার গান অমর হয়ে থাকবে বললেন বিগ বি - amitabh writes a blog to pay respect to bappi lahiri

প্রিয় বাপ্পিদাকে শেষ শ্রদ্ধা জানাতে এবার কলম হাতে তুলে নিলেন বিগ বি (Amitabh Bachchan pays respect to Bappi Lahiri) ৷

Amitabh Bachchan on Bappi Lahiri
বাপ্পিদার গান অমর হয়ে থাকবে বললেন বিগ বি
author img

By

Published : Feb 17, 2022, 8:17 PM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি : চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো রাজা ৷ স্লিপ অ্য়াপেনিয়া রোগের জেরে 69 বছরেই পৃথিবীর মায়া ত্য়াগ করতে হয়েছে তাঁকে ৷ মাত্র 19 বছর বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন এই কিংবদন্তি, তারপর প্রায় 50 বছরের এই কেরিয়ারে কখনও সেভাবে পিছন ফিরে তাকাতে হয়নি সকলের প্রিয় বাপ্পিদাকে ৷ তাঁর এই প্রয়াণে তাই স্বাভাবিকভাবেই শোকাহত সকলে ৷ নিজের মত করে শ্রদ্ধা জানাচ্ছেন প্রত্য়েকেই ৷ এবার কলম হাতে তুলে নিলেন ভারতীয় চলচ্চিত্রের বিগ বি অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan Penned an emotional blog for Bappi Lahiri )৷

ব্লগের মাধ্য়মে বাপ্পি লাহিড়ীকে স্মরণ করে তিনি লেখেন, "বাপ্পি লাহিড়ী... অসামান্য একজন সঙ্গীত পরিচালক চলে গেলেন ৷ চমকে উঠেছি এবং মর্মাহত হয়েছি ৷ দ্রুত একের একের পর এক যেভাবে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে তাতে গভীর শোকের মধ্য়ে রয়েছি ৷ আমার ছবিতে ওঁর যত গান আমি বিশ্বাস করি সেসব অমর হয়ে থাকবে ৷ আজকের প্রজন্মও সেগুলি গুনগুন করবে একা একা গাইবে গভীর আনন্দে ৷ "

আরও পড়ুন: সন্ধ্যা-বাপ্পির প্রয়াণে বিধ্বস্ত বাংলার সাংস্কৃতিক মহল

শুধু তাই নয় তাঁর মতে, সাফল্য় আসবে কি না তা আগে থেকে বুঝে ফেলার একটা ক্ষমতা ছিল বাপ্পি লাহিড়ীর অনেকবার তিনি এর প্রমাণ দিয়েছেন ৷ অমিতাভ এবং বাপ্পি একসঙ্গে কাজ করেছেন 'নমক হালাল' এবং 'শরাবি' ছবিতে ৷ একদিকে যেমন 'নমক হালাল' 'ছবিতে রয়েছে 'রাত বাকি বাত বাকি...'- এর মত গান তেমনই আবার 'শরাবি' ছবিতে রয়েছে 'ইন্তেহা হো গ্যায়ি ইন্তেজার কি ...'- এর মত গান যা আজও সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে ৷

মুম্বই, 17 ফেব্রুয়ারি : চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় সঙ্গীতের ডিস্কো রাজা ৷ স্লিপ অ্য়াপেনিয়া রোগের জেরে 69 বছরেই পৃথিবীর মায়া ত্য়াগ করতে হয়েছে তাঁকে ৷ মাত্র 19 বছর বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন এই কিংবদন্তি, তারপর প্রায় 50 বছরের এই কেরিয়ারে কখনও সেভাবে পিছন ফিরে তাকাতে হয়নি সকলের প্রিয় বাপ্পিদাকে ৷ তাঁর এই প্রয়াণে তাই স্বাভাবিকভাবেই শোকাহত সকলে ৷ নিজের মত করে শ্রদ্ধা জানাচ্ছেন প্রত্য়েকেই ৷ এবার কলম হাতে তুলে নিলেন ভারতীয় চলচ্চিত্রের বিগ বি অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan Penned an emotional blog for Bappi Lahiri )৷

ব্লগের মাধ্য়মে বাপ্পি লাহিড়ীকে স্মরণ করে তিনি লেখেন, "বাপ্পি লাহিড়ী... অসামান্য একজন সঙ্গীত পরিচালক চলে গেলেন ৷ চমকে উঠেছি এবং মর্মাহত হয়েছি ৷ দ্রুত একের একের পর এক যেভাবে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে তাতে গভীর শোকের মধ্য়ে রয়েছি ৷ আমার ছবিতে ওঁর যত গান আমি বিশ্বাস করি সেসব অমর হয়ে থাকবে ৷ আজকের প্রজন্মও সেগুলি গুনগুন করবে একা একা গাইবে গভীর আনন্দে ৷ "

আরও পড়ুন: সন্ধ্যা-বাপ্পির প্রয়াণে বিধ্বস্ত বাংলার সাংস্কৃতিক মহল

শুধু তাই নয় তাঁর মতে, সাফল্য় আসবে কি না তা আগে থেকে বুঝে ফেলার একটা ক্ষমতা ছিল বাপ্পি লাহিড়ীর অনেকবার তিনি এর প্রমাণ দিয়েছেন ৷ অমিতাভ এবং বাপ্পি একসঙ্গে কাজ করেছেন 'নমক হালাল' এবং 'শরাবি' ছবিতে ৷ একদিকে যেমন 'নমক হালাল' 'ছবিতে রয়েছে 'রাত বাকি বাত বাকি...'- এর মত গান তেমনই আবার 'শরাবি' ছবিতে রয়েছে 'ইন্তেহা হো গ্যায়ি ইন্তেজার কি ...'- এর মত গান যা আজও সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.