মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । আর হাসপাতাল থেকেই একের পর এক টুইট করে চলেছেন বিগ বি । প্রার্থনার জন্য প্রায় প্রতিদিনই ফ্যানদের ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে । সম্প্রতি আরও একবার ধন্যবাদ জানালেন তিনি ।
ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন অমিতাভ । সেখানে একফ্রেমে দেখা গিয়েছে অমিতাভ, অভিষেক, আরাধ্যা ও ঐশ্বরিয়াকে । ফ্যানদের দিকে হাত তুলে রয়েছেন তাঁরা । আর ফোটোর নিচে দেখা যাচ্ছে একাধিক ফ্যানের হাত ।
এই ছবির ক্যাপশনে ফ্যানদের উদ্দেশে অমিতাভ লেখেন, "আমরা আপনাদের ভালোবাসা দেখেছি...আপনাদের প্রার্থনা শুনেছি...আমরা হাতজোড় করে আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি !"
- View this post on Instagram
We see your love .. we hear your prayers .. we fold our hands 🙏🙏🙏🙏 .. in gratitude and thanks !
">
এদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকাকালীন বেশ কিছু উপলব্ধি হচ্ছে অমিতাভের । এর আগে কোনওদিন সেই ভাবনা তাঁর মাথায় আসেনি ।
এ প্রসঙ্গে নিজের ব্লগে অমিতাভ লেখেন, "জীবনের দৌড়ে এক মুহূর্ত জিরিয়ে নেওয়ার সময় পাইনি । একটু বসার, একটু ভাবার, কী বলেছি আর কী বিশ্বাস করেছি, তার মধ্যে কী ভালো ছিল কী খারাপ ছিল এসব ভাবার সময় পাইনি । এবার পেয়েছি..."।
এই সময় হাসপাতালে বসে নিজের জীবনের উপর একবার চোখ বুলিয়ে নিচ্ছেন অমিতাভ । কী পেয়েছেন, কী পাননি তারও একটা হিসেব করার সুযোগ পেয়েছেন তিনি । কারণ এখন কোনও তাড়া নেই তাঁর । অনেকটা সময় রয়েছে তাঁর হাতে...।