মুম্বই : দু'জনের চেহারায় অদ্ভুত মিল । এক দাড়ি, এক নাক, এক চশমার ফ্রেম । এমনকি মিলে গেছে গামছাটাও । কী করে সম্ভব ? কাল্পনিক চরিত্র মির্জার সঙ্গে অদ্ভুত মিল দিল্লির এক বৃদ্ধের ।
দিল্লির এক ব্লগার মায়াঙ্ক আস্টেন সুফির ক্যামেরায় তোলা হয়েছিল এই বৃদ্ধের ছবি । গত বছরের জানুয়ারি মাসে তোলা সেই ছবি । ফোটোগ্রাফার নিজেই শেয়ার করেছেন ছবি দু'টো ।
ক্যাপশনে লিখেছেন, "ওহ, ড্যাম ! 'গুলাবো সিতাবো' ছবিতে অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক একেবারে আমার তোলা দিল্লির এক বৃদ্ধের পোট্রেটের মতো । যাঁর ছবি আমি গতবছর জানুয়ারি মাসে তুলেছিলাম আর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম ।"
তবে সুফির এই টুইট আজকের নয় । 23 মে এই পোস্ট করেন তিনি । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যদিও ছবির পরিচালক সুজিত সরকার জানিয়েছেন যে, মির্জার লুকের সঙ্গে সুফির ফোটোগ্রাফের কোনও সম্পর্ক নেই । রাশিয়ান শিল্পী ওলগা লারিওনোভার আঁকা একটি পেন্সিল পোট্রেট দেখে মির্জার রেফারেন্স পান তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">