ETV Bharat / sitara

"কোরোনাকে দূরে ঠেলুন, কোরোনা মুক্তদের নয়" - অমিতাভ বচ্চনের খবর

কোরোনা মুক্ত হয়ে যাঁরা হাসপাতাল থেকে ফিরছেন, তাঁদের উপযুক্ত সম্মান দিয়ে স্বাগত জানানোর আর্জি অমিতাভ বচ্চনের ।

amitabh bachchan breaks the stigma of corona free patients
amitabh bachchan breaks the stigma of corona free patients
author img

By

Published : May 13, 2020, 5:34 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় যা যা করার দরকার, করে চলেছেন অমিতাভ বচ্চন । ত্রাণ পাঠানো হোক বা সোশাল মিডিয়ার মাধ্যমে সতর্কতা জারি সবটাই দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন অভিনেতা । সম্প্রতি তিনি আবার একটি নতুন ক্যাম্পেন শুরু করলেন । কোরোনা মুক্ত হয়ে যাঁরা বাড়ি ফিরছেন, তাঁদের কোনও ভয় ছাড়াই স্বাগত জানানোর আর্জি জানালেন অভিনেতা ।

অজয় দেবগন ক্যাম্পেনের প্রথম ভিডিয়োটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে অমিতাভকে বলতে শোনা যাচ্ছে, "কোরোনা আমাদের উপর দু'ভাবে আক্রমণ করে । একটি শারীরিক ও অন্যটি মানসিক । মানসিক ভাবে আক্রান্ত হলে আমাদের মনের মধ্য়ে সন্দেহ তৈরি হয়, দ্বিধা তৈরি হয় । সেটা এতটাই বেড়ে যায় যে, যে মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁকেও আমরা পুরোপুরি গ্রহণ করতে পারি না ।"

কিন্তু এমনটা তো হওয়া উচিত নয় । যে মানুষটিকে ডাক্তাররা সুস্থ করে হাততালি দিয়ে বাড়ি ফেরাচ্ছেন, তাঁকে নিয়ে আমাদের মনে ভয় বা সন্দেহ কেন থাকবে ? প্রশ্ন তুলেছেন অমিতাভ ।

দেখে নিন সেই ভিডিয়ো...

মুম্বই : কোরোনা মোকাবিলায় যা যা করার দরকার, করে চলেছেন অমিতাভ বচ্চন । ত্রাণ পাঠানো হোক বা সোশাল মিডিয়ার মাধ্যমে সতর্কতা জারি সবটাই দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন অভিনেতা । সম্প্রতি তিনি আবার একটি নতুন ক্যাম্পেন শুরু করলেন । কোরোনা মুক্ত হয়ে যাঁরা বাড়ি ফিরছেন, তাঁদের কোনও ভয় ছাড়াই স্বাগত জানানোর আর্জি জানালেন অভিনেতা ।

অজয় দেবগন ক্যাম্পেনের প্রথম ভিডিয়োটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে অমিতাভকে বলতে শোনা যাচ্ছে, "কোরোনা আমাদের উপর দু'ভাবে আক্রমণ করে । একটি শারীরিক ও অন্যটি মানসিক । মানসিক ভাবে আক্রান্ত হলে আমাদের মনের মধ্য়ে সন্দেহ তৈরি হয়, দ্বিধা তৈরি হয় । সেটা এতটাই বেড়ে যায় যে, যে মানুষটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁকেও আমরা পুরোপুরি গ্রহণ করতে পারি না ।"

কিন্তু এমনটা তো হওয়া উচিত নয় । যে মানুষটিকে ডাক্তাররা সুস্থ করে হাততালি দিয়ে বাড়ি ফেরাচ্ছেন, তাঁকে নিয়ে আমাদের মনে ভয় বা সন্দেহ কেন থাকবে ? প্রশ্ন তুলেছেন অমিতাভ ।

দেখে নিন সেই ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.