ETV Bharat / sitara

"হে ঈশ্বর ! আমায় রক্ষা করুন" অনুরাগীদের কাছে ফিরতে চান অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

প্রতি রবিবার 'জলসা'-র সামনে ভক্তদের সমাগম হত । তাঁদের সামনে এসে হাত নাড়তেন অমিতাভ বচ্চন । সে এক দেখার মতো দৃশ্য ছিল । কিন্তু সেই সবই আজ অতীত । হাসপাতালে ভরতি অমিতাভ, জনশূন্য 'জলসা' । অনুরাগীদের কাছে ফিরতে চান বিগ-বি, সেটাই তাঁর জীবনের সবথেকে বড় শক্তি ।

Amitabh bachchan fans at Jalsha
Amitabh bachchan fans at Jalsha
author img

By

Published : Jul 25, 2020, 12:46 PM IST

মুম্বই : মুম্বই বেড়াতে গেলে অমিতাভ বচ্চনের 'জলসা' বাংলো একটা দ্রষ্টব্য বটে । আর রবিবার হলে তো কথাই নেই । বারান্দায় এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ । সে সব আজ অতীত । মন ভালো নেই অভিনেতার ।

টুইটারে একটি পোস্ট করেছেন বিগ-বি । লিখেছেন, "আপনাদের উচ্ছ্বাস, উল্লাস আর ভালোবাসায় মেতে ওঠা হাতগুলোই তো আমার শক্তি । আমি কখনওই আমার জীবন থেকে এই হাতগুলোকে মুছে যেতে দেব না । হে ঈশ্বর আমায় রক্ষা করুন !"

বিগত তিন দশক ধরেই প্রতি রবিবার 'জলসা'-র বারান্দায় এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ । হাত নাড়েন তাঁদের উদ্দেশ্যে । সে এক দেখার মতো দৃশ্য ! উল্লাসে, উচ্ছ্বাসে একেবারে কেঁপে ওঠে 'জলসা' । যেন ভগবান দর্শনের মতো ব্যাপার ।

  • T 3604 - the hands that you raise in love and support are my strength .. this I shall never ever allow to vanish from my system .. so help me God ! 🙏 pic.twitter.com/RstlJBttsr

    — Amitabh Bachchan (@SrBachchan) July 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার তাণ্ডবে বন্ধ হয়েছে সে সব । তবে খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হবে, আশাবাদী দেশবাসী ।

মুম্বই : মুম্বই বেড়াতে গেলে অমিতাভ বচ্চনের 'জলসা' বাংলো একটা দ্রষ্টব্য বটে । আর রবিবার হলে তো কথাই নেই । বারান্দায় এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ । সে সব আজ অতীত । মন ভালো নেই অভিনেতার ।

টুইটারে একটি পোস্ট করেছেন বিগ-বি । লিখেছেন, "আপনাদের উচ্ছ্বাস, উল্লাস আর ভালোবাসায় মেতে ওঠা হাতগুলোই তো আমার শক্তি । আমি কখনওই আমার জীবন থেকে এই হাতগুলোকে মুছে যেতে দেব না । হে ঈশ্বর আমায় রক্ষা করুন !"

বিগত তিন দশক ধরেই প্রতি রবিবার 'জলসা'-র বারান্দায় এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ । হাত নাড়েন তাঁদের উদ্দেশ্যে । সে এক দেখার মতো দৃশ্য ! উল্লাসে, উচ্ছ্বাসে একেবারে কেঁপে ওঠে 'জলসা' । যেন ভগবান দর্শনের মতো ব্যাপার ।

  • T 3604 - the hands that you raise in love and support are my strength .. this I shall never ever allow to vanish from my system .. so help me God ! 🙏 pic.twitter.com/RstlJBttsr

    — Amitabh Bachchan (@SrBachchan) July 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনার তাণ্ডবে বন্ধ হয়েছে সে সব । তবে খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হবে, আশাবাদী দেশবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.