মুম্বই, 5 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউ ক্রমশ থাবা বসাচ্ছে গোটা দেশে ৷ এবার করোনার থাবা হানা ছিল অমিতাভ বচ্চনের বাড়ি জলসায় ৷ গত বছর নিজে মারণভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ এবার আক্রান্ত হলেন বিগ বি'র কর্মচারী (Big B Staff tests Covid Positive) ৷
2 জানুয়ারি জলসার প্রত্যেক কর্মচারীর কোভিড পরীক্ষা করানো হয় ৷ সেখানেই জানা যায়, মোট 31 জন কর্মচারীর মধ্যে একজন আক্রান্ত হয়েছেন করোনায় ৷ গতবছর করোনায় আক্রান্ত হয়েছিলেন বচ্চন পরিবারের বেশ কয়েকজন সদস্য ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল বিগ বি-কে । দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি ৷
আরও পড়ুন : কেবিসি-তে বিশেষ এপিসোডে অমিতাভের পাশে মেয়ে ও নাতনি
দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ মুম্বইতে অনেক আগে থেকেই কড়া বিধিনিষেধ চলছে ৷ একের পর এক অভিনেতা, পরিচালক করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ গতবছর জয় বচ্চন ছাড়া বচ্চন পরিবারের সবাই করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ দেশে তৃতীয় ঢেউয়ের শঙ্কা শুরু হতেই গত রবিবার মুম্বইয়ের বাড়ি জলসার কর্মীদের করোনা পরীক্ষা করা হয় ৷ বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, 31 জন কর্মীদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ ওই কর্মীর শরীরে কোনও উপসর্গ নেই ৷
জলসায় যে কিছু একটা ডামাডোল চলছে তা সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন অমিতাভ ৷ মঙ্গলবার নিজের ব্লগে বিগ বি লেখেন, "বাড়িতে করোনা পরিস্থিতি নিয়ে যুঝছি ৷" এরপর অন্য একটি ব্লগে লেখেন, "লড়াই...লড়ছি...সবার প্রার্থনা রয়েছে...তবে আর না...এর থেকে বিস্তারিত নয় ৷"