মুম্বই : ঝুলি থেকে অনেক মণিমুক্তই বের করছেন অমিতাভ বচ্চন । লকডাউনে বাড়িবন্দী অবস্থায় থেকে মাঝেমধ্য়েই স্মৃতির সরণিতে হাঁটছেন তিনি । পুরোনো ছবি, পুরোনো মুহূর্ত খুঁজে বের করছেন আর সোশাল মিডিয়ায় শেয়ার করছেন ।
সম্প্রতি একটি কোলাজ শেয়ার করেছেন অমিতাভ । যার মধ্যে একটি ছবি একেবারে অল্পবয়সী অমিতাভের, সম্ভবত ষাটের দশকের । আর বাকি তিনটি খোপে একটা ছবিই লাগানো হয়েছে, একটু পরিণত অমিতাভের । সত্তরের দশকের শেষের দিকে তোলা হবে হয়তো সেই ছবিগুলো ।
ক্যাপশনে বচ্চন লিখেছেন, "সরলতার দিন শেষ.." ঠিক কী কারণে এমন ক্য়াপশন যদিও সেটা পরিষ্কার নয় । হয়তো নিজের পরিবর্তিত লুকের কারণে, হয়তো চারপাশের পরিবর্তিত পরিস্থিতির কারণে...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বাড়িতে থাকলেও হাত গুটিয়ে নেই অমিতাভ । নিজের সাধ্যমতো সামর্থ্যমতো সাহায্য পাঠাচ্ছেন অসহায় মানুষদের । এছাড়া সোশাল মিডিয়ার মাধ্য়মে সতর্কতা জারি করা তো রয়েছেই ।