ETV Bharat / sitara

হাসপাতাল থেকেই স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ অমিতাভের

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অমিতাভ । সেখানে দুটি স্কেচ পোস্ট করতে দেখা যায় তাঁকে । যার একটিতে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক স্বাস্থ্যকর্মী । আর অন্য স্কেচে রয়েছেন স্বয়ং বিগ বি । এই ছবির সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতাও পোস্ট করেন ।

োে্
োে্
author img

By

Published : Jul 20, 2020, 10:01 AM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । আর হাসপাতাল থেকেই একের পর এক টুইট করে চলেছেন বিগ বি । প্রার্থনার জন্য প্রায় প্রতিদিনই ফ্যানদের ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে । আর এবার স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন তিনি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অমিতাভ । সেখানে দুটি স্কেচ পোস্ট করতে দেখা যায় তাঁকে । যার একটিতে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক স্বাস্থ্যকর্মী । আর অন্য স্কেচে রয়েছেন স্বয়ং বিগ বি । এই ছবির সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতাও পোস্ট করেন ।

দেখুন সেই পোস্ট...

11 জুলাই টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এখন তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

এদিকে 12 জুলাই দুপুরের দিকে সামনে আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । জানা যায় যে কোরোনায় আক্রান্ত তাঁরাও । তখন তাঁদের ভরতি করা না হলেও পরে অবশ্য হাসপাতালে ভরতি করতে হয় তাঁদের । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন মা ও মেয়ে ।

তবে হাসপাতালে থাকলেও বেশিরভাগ সময় নাকি মুঠো ফোনের মধ্যেই ডুবে রয়েছেন অমিতাভ । সেখান থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন তিনি । কখনও প্রার্থনার জন্য ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছেন । আবার কখনও নিজের উপলব্ধির কথা শেয়ার করছেন ফ্যানদের সঙ্গে । এভাবেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারানটিনের দিনগুলি ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । আর হাসপাতাল থেকেই একের পর এক টুইট করে চলেছেন বিগ বি । প্রার্থনার জন্য প্রায় প্রতিদিনই ফ্যানদের ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে তাঁকে । আর এবার স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন তিনি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অমিতাভ । সেখানে দুটি স্কেচ পোস্ট করতে দেখা যায় তাঁকে । যার একটিতে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক স্বাস্থ্যকর্মী । আর অন্য স্কেচে রয়েছেন স্বয়ং বিগ বি । এই ছবির সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চনের একটি কবিতাও পোস্ট করেন ।

দেখুন সেই পোস্ট...

11 জুলাই টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । এখন তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

এদিকে 12 জুলাই দুপুরের দিকে সামনে আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । জানা যায় যে কোরোনায় আক্রান্ত তাঁরাও । তখন তাঁদের ভরতি করা না হলেও পরে অবশ্য হাসপাতালে ভরতি করতে হয় তাঁদের । এখনও সেখানেই চিকিৎসাধীন তাঁরা । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন মা ও মেয়ে ।

তবে হাসপাতালে থাকলেও বেশিরভাগ সময় নাকি মুঠো ফোনের মধ্যেই ডুবে রয়েছেন অমিতাভ । সেখান থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট করছেন তিনি । কখনও প্রার্থনার জন্য ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছেন । আবার কখনও নিজের উপলব্ধির কথা শেয়ার করছেন ফ্যানদের সঙ্গে । এভাবেই কেটে যাচ্ছে তাঁর কোয়ারানটিনের দিনগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.