মুম্বই : 'গঙ্গা যমুনা সরস্বতী' ছবিতে পরিচালক মনমোহন দেসাইয়ের নির্দেশে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করেছিলেন অমিতাভ বচ্চন । আজ সেটা ভাবলে খুব অস্বস্তি লাগে মেগাস্টারের ।
'গঙ্গা যমুনা সরস্বতী' ছবির একটি স্টিল শেয়ার করে অমিতাভ লিখেছেন, "যখন মনমোহন দেসাই ভেবেছিলেন যে, আমি মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে পারব । কি ব্যর্থ ছিলাম আমি !"
যদিও রণবীর সিং অমিতাভের সঙ্গে একমত নন । তিনি একটি ক্রাউন বা মুকুটের ইমোজি শেয়ার করে বুঝিয়েছেন যে, অমিতাভ কিন্তু বাদশাই । নেটিজেনরা অনেকে মেনে নিতে পারেনি অমিতাভের যুক্তি । তাদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে 'গঙ্গা যমুনা সরস্বতী'-র গঙ্গা ।
দেখে নিন অমিতাভের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">