ETV Bharat / sitara

"আমি কি ব্যর্থ ছিলাম !", কেন বললেন অমিতাভ ? - অমিতাভ বচ্চনের খবর

একজন অভিনেতার জীবনে কিছু খারাপ লাগা থাকে । কোনও চরিত্রকে ঠিক মতো ফুটিয়ে তুলতে না পারার খারাপ লাগা, দর্শকের ছবি ভালো না লাগলে সেই খারাপ লাগা ইত্যাদি । অমিতাভ বচ্চনেরও তেমন কিছু খারাপ লাগা রয়েছে । মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে গিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি, খারাপ লাগাটা রয়েই গেছে অমিতাভের ।

amitabh bachchan social media throwback
amitabh bachchan social media throwback
author img

By

Published : Dec 29, 2020, 7:52 PM IST

মুম্বই : 'গঙ্গা যমুনা সরস্বতী' ছবিতে পরিচালক মনমোহন দেসাইয়ের নির্দেশে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করেছিলেন অমিতাভ বচ্চন । আজ সেটা ভাবলে খুব অস্বস্তি লাগে মেগাস্টারের ।

'গঙ্গা যমুনা সরস্বতী' ছবির একটি স্টিল শেয়ার করে অমিতাভ লিখেছেন, "যখন মনমোহন দেসাই ভেবেছিলেন যে, আমি মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে পারব । কি ব্যর্থ ছিলাম আমি !"

যদিও রণবীর সিং অমিতাভের সঙ্গে একমত নন । তিনি একটি ক্রাউন বা মুকুটের ইমোজি শেয়ার করে বুঝিয়েছেন যে, অমিতাভ কিন্তু বাদশাই । নেটিজেনরা অনেকে মেনে নিতে পারেনি অমিতাভের যুক্তি । তাদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে 'গঙ্গা যমুনা সরস্বতী'-র গঙ্গা ।

দেখে নিন অমিতাভের পোস্ট...

মুম্বই : 'গঙ্গা যমুনা সরস্বতী' ছবিতে পরিচালক মনমোহন দেসাইয়ের নির্দেশে মাইকেল জ্যাকসনকে অনুকরণ করেছিলেন অমিতাভ বচ্চন । আজ সেটা ভাবলে খুব অস্বস্তি লাগে মেগাস্টারের ।

'গঙ্গা যমুনা সরস্বতী' ছবির একটি স্টিল শেয়ার করে অমিতাভ লিখেছেন, "যখন মনমোহন দেসাই ভেবেছিলেন যে, আমি মাইকেল জ্যাকসনকে অনুকরণ করতে পারব । কি ব্যর্থ ছিলাম আমি !"

যদিও রণবীর সিং অমিতাভের সঙ্গে একমত নন । তিনি একটি ক্রাউন বা মুকুটের ইমোজি শেয়ার করে বুঝিয়েছেন যে, অমিতাভ কিন্তু বাদশাই । নেটিজেনরা অনেকে মেনে নিতে পারেনি অমিতাভের যুক্তি । তাদের মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে 'গঙ্গা যমুনা সরস্বতী'-র গঙ্গা ।

দেখে নিন অমিতাভের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.