ETV Bharat / sitara

অসুস্থ অমিতাভ, খুব তাড়াতাড়ি হবে অস্ত্রোপচার - অমিতাভ বচ্চনের খবর

ফের অসুস্থ অমিতাভ বচ্চন । খুব তাড়াতাড়ি অস্ত্রোপচার হবে তাঁর । ব্লগে এর চেয়ে বেশি আর কিছু লিখতে পারেননি বিহ্বল অমিতাভ ।

Amitabh Bachchan operation
Amitabh Bachchan operation
author img

By

Published : Feb 28, 2021, 12:38 PM IST

মুম্বই : অসুস্থ অমিতাভ বচ্চন । তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা পরিষ্কার নয় । ব্লগে নিজেই এই খবর জানিয়েছেন মেগাস্টার । তারপর থেকেই দুশ্চিন্তায় কোটি কোটি অনুরাগী ।

নিজের ব্লগে প্রতিদিন কিছু না কিছু লেখেন অমিতাভ । নিয়ম করে কাজটি করে যাচ্ছেন তিনি বছরের পর বছর । সেখানেই অসুস্থতার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ।

তিনি লিখেছেন, "মেডিকেল কন্ডিশন...সার্জারি...আর কিছু লিখতে পারছি না ।" কী এমন হল যে, ব্লগটি সম্পূর্ণ করতে পারলেন না অমিতাভ ? দুশ্চিন্তায় মাথা ফাটাচ্ছেন তাঁর কোটি কোটি অনুরাগীরা ।

'মে ডে'-র শুটিং করছিলেন অমিতাভ । দারুণ গরমে আউটডোরেও শুট করছিলেন তিনি । লেবুর সরবৎ খেয়ে নিজেকে সুস্থ রাখছিলেন তিনি । তারই মধ্যে এই দুঃসংবাদ । প্রতিবারের মতো এবারেও অসুস্থতাকে জয় করে ফিরে আসবেন অমিতাভ....কামনা করে ইটিভি ভারত ।

মুম্বই : অসুস্থ অমিতাভ বচ্চন । তবে তাঁর ঠিক কী হয়েছে সেটা পরিষ্কার নয় । ব্লগে নিজেই এই খবর জানিয়েছেন মেগাস্টার । তারপর থেকেই দুশ্চিন্তায় কোটি কোটি অনুরাগী ।

নিজের ব্লগে প্রতিদিন কিছু না কিছু লেখেন অমিতাভ । নিয়ম করে কাজটি করে যাচ্ছেন তিনি বছরের পর বছর । সেখানেই অসুস্থতার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা ।

তিনি লিখেছেন, "মেডিকেল কন্ডিশন...সার্জারি...আর কিছু লিখতে পারছি না ।" কী এমন হল যে, ব্লগটি সম্পূর্ণ করতে পারলেন না অমিতাভ ? দুশ্চিন্তায় মাথা ফাটাচ্ছেন তাঁর কোটি কোটি অনুরাগীরা ।

'মে ডে'-র শুটিং করছিলেন অমিতাভ । দারুণ গরমে আউটডোরেও শুট করছিলেন তিনি । লেবুর সরবৎ খেয়ে নিজেকে সুস্থ রাখছিলেন তিনি । তারই মধ্যে এই দুঃসংবাদ । প্রতিবারের মতো এবারেও অসুস্থতাকে জয় করে ফিরে আসবেন অমিতাভ....কামনা করে ইটিভি ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.