মুম্বই : ক্যাটরিনা কাইফের সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি । মুগ্ধ অমিতাভ বচ্চনও । তা নাহলে অভিনেত্রীকে 'দেবী' বলে সম্বোধন করে পোস্ট করতেন তিনি ?
একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন অমিতাভ । সেখানে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে ব্রাইডাল লুকে । সঙ্গে বসে আছেন অমিতাভ । তাঁর পরনেও জমকালো সাদা শেরোয়ানি ।
ছবিটি শেয়ার করে অমিতাভ একটি কবিতা লিখেছেন । লিখেছেন, "হঠাৎ করে এই ছবিটা পেয়ে গেলাম / খুঁজছিলাম না আমি, পাতা উলটোতে গিয়ে পেয়ে গেলাম / দেখলাম, দেবীজীকে গয়না পরে সুন্দর লাগছে / আর নীচে বসে মান্যবর, সেটা আমিই, সেটা আমিই..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অমিতাভের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা । 'সরকার' বা 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিতে স্ক্রিনশেয়ার করেছেন তাঁরা । শোনা গেছিল পরবর্তী কোনও এক ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ-ক্যাট ।