ETV Bharat / sitara

"এই শূন্যতা অপূরণীয়", সুষমা স্বরাজের মৃত্যুতে অমিতাভ - সুষমা স্বরাজ

প্রাক্তন বিদেশমন্ত্রী, দিল্লির সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভারতবর্ষ। এমন একজন ভালো মানুষ ও দক্ষ রাজনীতিবিদের চলে যাওয়াটা ভারতের জন্য বিরাট ক্ষতি, স্বীকার করছে শাসকপক্ষ ও প্রতিপক্ষ প্রত্যেকেই।

অমিতাভ বচ্চন
author img

By

Published : Aug 7, 2019, 12:42 PM IST

মুম্বই : সুষমার স্বরাজের মৃত্যুতে অমিতাভ বচ্চন আজ সোশাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা দিলেন। বললেন, "এই শূন্যতা অপূরণীয় ।"

সুষমা স্বরাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "এক অত্যন্ত দুঃখের সমাচার। এক দক্ষ রাজনীতিবিদ, এক মিশুকে মানুষ উনি। ওঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।"

  • एक अत्यंत दुखद समाचार ! एक बहुत ही प्रबल राजनीतिज्ञ , एक मिलनसार व्यक्तिव , एक अद्भुत प्रवक्ता । आत्मा की शांति के लिए , प्रार्थना 🙏 https://t.co/TRikqtswd9

    — Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভ আরও এক পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "মিষ্টভাষী, সম্মোহক বক্তা, মিশুকে, সমস্ত সমস্যার সমাধান যেন। সুষমাজীর মতো মানুষদের ছেড়ে যাওয়া শূন্যতা অপূরণীয়।"

  • "मृदुभाषी, सम्मोहक वक्ता,
    मिलनसार, दुखहर्ता।
    सुषमाजी जैसों का रिक्त स्थान कभी नहीं भरता।।" ~ Ef v https://t.co/YLzIp3SpZS

    — Amitabh Bachchan (@SrBachchan) August 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু অমিতাভই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকেই।

  • RIP Sushma ji. Absolutely shocked and devastated to hear about her passing. She was always close to me and was extremely kind, since the early days. My heartfelt condolences to the family & our entire nation for this great loss.

    — Sanjay Dutt (@duttsanjay) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I hail from Ambala Cantt, same as Sushma Swaraj ji. Always felt proud that a woman from our small town made it big, and made a difference. Sushma ji rest in peace. You inspired me on a personal level. #RIPSushmaSwarajJi

    — Parineeti Chopra (@ParineetiChopra) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুষমার স্বরাজের মৃত্যুতে অমিতাভ বচ্চন আজ সোশাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা দিলেন। বললেন, "এই শূন্যতা অপূরণীয় ।"

সুষমা স্বরাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "এক অত্যন্ত দুঃখের সমাচার। এক দক্ষ রাজনীতিবিদ, এক মিশুকে মানুষ উনি। ওঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।"

  • एक अत्यंत दुखद समाचार ! एक बहुत ही प्रबल राजनीतिज्ञ , एक मिलनसार व्यक्तिव , एक अद्भुत प्रवक्ता । आत्मा की शांति के लिए , प्रार्थना 🙏 https://t.co/TRikqtswd9

    — Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভ আরও এক পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "মিষ্টভাষী, সম্মোহক বক্তা, মিশুকে, সমস্ত সমস্যার সমাধান যেন। সুষমাজীর মতো মানুষদের ছেড়ে যাওয়া শূন্যতা অপূরণীয়।"

  • "मृदुभाषी, सम्मोहक वक्ता,
    मिलनसार, दुखहर्ता।
    सुषमाजी जैसों का रिक्त स्थान कभी नहीं भरता।।" ~ Ef v https://t.co/YLzIp3SpZS

    — Amitabh Bachchan (@SrBachchan) August 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু অমিতাভই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকেই।

  • RIP Sushma ji. Absolutely shocked and devastated to hear about her passing. She was always close to me and was extremely kind, since the early days. My heartfelt condolences to the family & our entire nation for this great loss.

    — Sanjay Dutt (@duttsanjay) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I hail from Ambala Cantt, same as Sushma Swaraj ji. Always felt proud that a woman from our small town made it big, and made a difference. Sushma ji rest in peace. You inspired me on a personal level. #RIPSushmaSwarajJi

    — Parineeti Chopra (@ParineetiChopra) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

"এই শূন্যতা অপূরণীয়", সুষমা স্বরাজের মৃত্যুতে অমিতাভ



প্রাক্তন বিদেশমন্ত্রী, দিল্লির সর্বপ্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভারতবর্ষ। একজন ভালো মানুষ ও দক্ষ রাজনীতিবিদের চলে যাওয়াটা ভারতের জন্য বিরাট ক্ষতি, স্বীকার করছে শাসকপক্ষ ও প্রতিপক্ষ প্রত্যেকেই।



মুম্বই : সুষমার স্বরাজের মৃত্যুতে অমিতাভ বচ্চন আজ সোশাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা দিলেন। বললেন, "এই শূন্যতা অপূরণীয় ।"



সুষমা স্বরাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছেন, "এক অত্যন্ত দুঃখের সমাচার। এক দক্ষ রাজনীতিবিদ, এক মিশুকে মানুষ উনি। ওঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা।"



অমিতাভ আরও এক পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "মিষ্টভাষী, সম্মোহক বক্তা, মিশুকে, সমস্ত সমস্যার সমাধান। সুষমাজীর মতো মানুষদের ছেড়ে যাওয়া শূন্যতা অপূরণীয়।"



শুধু অমিতাভই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকেই।








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.