ETV Bharat / sitara

তরুণের মাউথ অর্গান শুনে বাকরুদ্ধ অমিতাভ - Amitabh bachchan mouth organ

নতুন প্রজন্মের প্রতিভাকে সবসময় উৎসাহ দেন অমিতাভ বচ্চন । শুধু অভিনয় বলে নয়, আঁকা, গান-বাজনা, নাচ, লেখা..এই ধরনের যে কোনও আর্টকেই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রোমোট করেন অভিনেতা । এবার এক তরুণের মাউথ অর্গান বাজানো দেখে মুগ্ধ বিগ-বি ।

Amitabh bachchan mouth organ
Amitabh bachchan mouth organ
author img

By

Published : Jul 28, 2020, 7:39 AM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন । তবে সেখানেও থেমে নেই তিনি । সোশাল মিডিয়ার মাধ্যমে চলছে তাঁর অনুপ্রেরণার ক্লাস । কখনও নিজের লেখার মাধ্যমে তো কখনও অন্য কোনও প্রতিভাকে সকলের নজরে নিয়ে এসে নিজের কর্তব্য পালন করছেন অমিতাভ ।

সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । যেখানে এক তরুণ সুরের ঝংকার তুলেছেন তাঁর মাউথ অর্গানে । ক্লাসিকাল মিউজ়িকের একটা ছোট্ট টুকরো নির্ভুলভাবে বাজাতে শোনা গেল সেই তরুণকে ।

সেই দেখে মুগ্ধ অমিতাভ । ক্যাপশনে তরুণের তারিফ করতে একটুও কার্পণ্য করেননি তিনি । লিখেছেন, "কোনও মাউথ অর্গানে আমি এমন কিছু শুনিনি আগে । অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত.."

  • T 3607 - On a mouth organ never ever heard anything like this before ! अद्भुत, अद्भुत, अद्भुत !! pic.twitter.com/EGdtI1f5UA

    — Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বয়সে এসেও নতুনকে স্বাগত জানাতে পারেন অমিতাভ । কোনও দম্ভ, অহংকার, নিরাপত্তাহীনতা ছাড়াই নতুন প্রতিভাকে তিনি প্রচারের আলোয় নিয়ে আসেন । এক্সপেরিমেন্ট করতেও বাঁধে না তাঁর । এই জন্যই বোধহয় তিনি এখনও বলিউডের অবিসংবিদিত 'শাহেনশা' ।

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ বচ্চন । তবে সেখানেও থেমে নেই তিনি । সোশাল মিডিয়ার মাধ্যমে চলছে তাঁর অনুপ্রেরণার ক্লাস । কখনও নিজের লেখার মাধ্যমে তো কখনও অন্য কোনও প্রতিভাকে সকলের নজরে নিয়ে এসে নিজের কর্তব্য পালন করছেন অমিতাভ ।

সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । যেখানে এক তরুণ সুরের ঝংকার তুলেছেন তাঁর মাউথ অর্গানে । ক্লাসিকাল মিউজ়িকের একটা ছোট্ট টুকরো নির্ভুলভাবে বাজাতে শোনা গেল সেই তরুণকে ।

সেই দেখে মুগ্ধ অমিতাভ । ক্যাপশনে তরুণের তারিফ করতে একটুও কার্পণ্য করেননি তিনি । লিখেছেন, "কোনও মাউথ অর্গানে আমি এমন কিছু শুনিনি আগে । অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত.."

  • T 3607 - On a mouth organ never ever heard anything like this before ! अद्भुत, अद्भुत, अद्भुत !! pic.twitter.com/EGdtI1f5UA

    — Amitabh Bachchan (@SrBachchan) July 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বয়সে এসেও নতুনকে স্বাগত জানাতে পারেন অমিতাভ । কোনও দম্ভ, অহংকার, নিরাপত্তাহীনতা ছাড়াই নতুন প্রতিভাকে তিনি প্রচারের আলোয় নিয়ে আসেন । এক্সপেরিমেন্ট করতেও বাঁধে না তাঁর । এই জন্যই বোধহয় তিনি এখনও বলিউডের অবিসংবিদিত 'শাহেনশা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.