ETV Bharat / sitara

প্রকাশ্যে এল 'ব্রিদ' সিরিজ়ে অভিষেকের ফার্স্টলুক পোস্টার - Breathe Into The Shadows

প্রকাশ্যে এল 'ব্রিদ : ইনটু দা শ্যাডোজ়' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের অভিষেক বচ্চনের ফার্স্টলুক পোস্টার । তা শেয়ার করেছেন অভিষেক নিজেই ।

sdf
sdf
author img

By

Published : Jun 18, 2020, 2:35 PM IST

Updated : Jun 22, 2020, 9:42 AM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'ব্রিদ : ইনটু দা শ্যাডোজ়' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের অভিষেক বচ্চনের ফার্স্টলুক পোস্টার । সেখানে একটি অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর হাতে রয়েছে একটি কাগজ । যেখানে লেখা রয়েছে 'মিসিং'।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে ।

সিরিজ়ের প্রথম সিজ়নও পরিচালনা করেছিলেন মায়াঙ্ক । দ্বিতীয় সিজ়নে নতুন অবতার নিয়ে আসতে পেরে খুশি তিনি । বলেন, "সিরিজ়ের প্রতিটি চরিত্রেরই কিছু না কিছু গল্প রয়েছে । দ্বিতীয় সিরিজ়ে পরতে পরতে রয়েছে আবেগ ও রোমাঞ্চ । যার প্রতিটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ ।"

'ব্রিদ : ইনটু দা শ্যাডোজ়' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করছেন অভিষেক । আর এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন তিনি । 10 জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

মুম্বই : প্রকাশ্যে এল 'ব্রিদ : ইনটু দা শ্যাডোজ়' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নের অভিষেক বচ্চনের ফার্স্টলুক পোস্টার । সেখানে একটি অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর হাতে রয়েছে একটি কাগজ । যেখানে লেখা রয়েছে 'মিসিং'।

এই সিরিজ়ে অভিষেক ছাড়াও ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী নিত্যা মেনন । এছাড়াও থাকবেন সায়ামি খের ও অমিত শাধ । সিরিজ়ের প্রথম সিজ়নেও অভিনয় করেছিলেন অমিত । সেখানে ইন্সপেক্টর কবির সাওয়ান্তের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি । দ্বিতীয় সিজ়নেও ওই একই চরিত্রে দেখা যাবে তাঁকে ।

সিরিজ়ের প্রথম সিজ়নও পরিচালনা করেছিলেন মায়াঙ্ক । দ্বিতীয় সিজ়নে নতুন অবতার নিয়ে আসতে পেরে খুশি তিনি । বলেন, "সিরিজ়ের প্রতিটি চরিত্রেরই কিছু না কিছু গল্প রয়েছে । দ্বিতীয় সিরিজ়ে পরতে পরতে রয়েছে আবেগ ও রোমাঞ্চ । যার প্রতিটা মুহূর্তই খুবই গুরুত্বপূর্ণ ।"

'ব্রিদ : ইনটু দা শ্যাডোজ়' ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে অভিনয় করছেন অভিষেক । আর এই সিরিজ়ের মাধ্যমেই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন তিনি । 10 জুলাই মুক্তি পেতে চলেছে সিরিজ়টি ।

Last Updated : Jun 22, 2020, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.