ETV Bharat / sitara

'মির্জ়াপুর' বিতর্কে এখনই গ্রেপ্তার করা হবে না ফারহান-রীতেশকে

author img

By

Published : Jan 29, 2021, 10:21 PM IST

'মির্জ়াপুর' সিরিজ়ের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় উত্তর প্রদেশের মির্জাপুর কোতওয়ালির দেহাত থানায় । তবে প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল এলাবাবাদ হাইকোর্ট ।

farhan akhtar on Mirzapur
farhan akhtar on Mirzapur

মুম্বই : উত্তরপ্রদেশ ও মির্জ়াপুরের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে 'মির্জ়াপুর' ওয়েব সিরিজ়ের প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির বিরুদ্ধে । দায়ের হয়েছে এফআইআর । তবে তাঁদের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট ।

'মির্জ়াপুর' যারা দেখেছেন তারা জানেন যে, উত্তরপ্রদেশের এই শহরকে কীভাবে তুলে ধরা হয়েছে সিরিজ়টিতে । যৌনতা আর নৃশংসতাকে হাতিয়াড় করে মির্জ়াপুর খুন, স্মাগলিং, কিডন্যাপিং, ক্ষমতা দখলের লড়াই দ্বারা চালিত হয় প্রতিদিন । সেখানে সাধারণ মানুষের প্রাণের দাম নেই, সততার কোনও কদর নেই ।

farhan akhtar on Mirzapur
গুড্ডু ভাঈয়া..

এই বিষয়টি নিয়েই আপত্তি অভিযোগকারীর । তার দাবি যে, 'সংস্কৃতির পীঠস্থান' মির্জ়াপুরকে সমাজবিরোধীদের শহর হিসাবে দেখানো হয়েছে, যেটা একেবারেই সত্য়ি নয় ।

এখানেই শেষ নয় । অভিযোগকারী জানিয়েছেন যে, মানুষের মনে 'মির্জ়াপুর' এতটাই প্রভাব ফেলেছে যে তার বন্ধুরা তাকে 'কালীন ভাঈয়া' বলে সম্বোধন করতে শুরু করেছে । প্রসঙ্গত, সিরিজ় অনুযায়ী 'কালীন ভাঈয়া' হলেন এই মির্জ়াপুরের মাথা ।

farhan akhtar on Mirzapur
কালীন ভাঈয়া

ফারহান আর রীতেশের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিলেও অভিযোগকারী ও উত্তরপ্রদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছে এলাহাবাদ হাইকোর্ট ।

মুম্বই : উত্তরপ্রদেশ ও মির্জ়াপুরের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ উঠেছে 'মির্জ়াপুর' ওয়েব সিরিজ়ের প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানির বিরুদ্ধে । দায়ের হয়েছে এফআইআর । তবে তাঁদের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট ।

'মির্জ়াপুর' যারা দেখেছেন তারা জানেন যে, উত্তরপ্রদেশের এই শহরকে কীভাবে তুলে ধরা হয়েছে সিরিজ়টিতে । যৌনতা আর নৃশংসতাকে হাতিয়াড় করে মির্জ়াপুর খুন, স্মাগলিং, কিডন্যাপিং, ক্ষমতা দখলের লড়াই দ্বারা চালিত হয় প্রতিদিন । সেখানে সাধারণ মানুষের প্রাণের দাম নেই, সততার কোনও কদর নেই ।

farhan akhtar on Mirzapur
গুড্ডু ভাঈয়া..

এই বিষয়টি নিয়েই আপত্তি অভিযোগকারীর । তার দাবি যে, 'সংস্কৃতির পীঠস্থান' মির্জ়াপুরকে সমাজবিরোধীদের শহর হিসাবে দেখানো হয়েছে, যেটা একেবারেই সত্য়ি নয় ।

এখানেই শেষ নয় । অভিযোগকারী জানিয়েছেন যে, মানুষের মনে 'মির্জ়াপুর' এতটাই প্রভাব ফেলেছে যে তার বন্ধুরা তাকে 'কালীন ভাঈয়া' বলে সম্বোধন করতে শুরু করেছে । প্রসঙ্গত, সিরিজ় অনুযায়ী 'কালীন ভাঈয়া' হলেন এই মির্জ়াপুরের মাথা ।

farhan akhtar on Mirzapur
কালীন ভাঈয়া

ফারহান আর রীতেশের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিলেও অভিযোগকারী ও উত্তরপ্রদেশ সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছে এলাহাবাদ হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.