ETV Bharat / sitara

Alia-Ranbir in Varanasi : বারাণসীতে ক্যামেরাবন্দি হলেন রণবীর-আলিয়া - alia bhatt latest news

এবার বারাণসীর ঘাটে ক্যামেরাবন্দি হলেন রণবীর এবং আলিয়া ৷ অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন তাঁরা (Brahmastra Last Schedule) ৷

Brahmastra updates
বারাণসীতে ক্যামেরাবন্দী হলেন রণবীর-আলিয়া
author img

By

Published : Mar 23, 2022, 1:53 PM IST

বারাণসী, 23 মার্চ : বলিউডের কপোতকপোতী আলিয়া ভাট এবং রণবীর কাপুর এবার বন্দি হলেন এক ফ্রেমে ৷ তাঁদের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন এই বলি জুটি (Alia Ranbir in Varanasi for Brahmastra Shoot)ল ৷ এবার বারাণসী থেকেই নেটদুনিয়া ছেয়ে গেল একাধিক ছবিতে ৷ যেখানে দেখা যায় বারাণসীর ঘাটে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ছবির কাজ করছেন আলিয়া-রণবীর ৷

Brahmastra updates
শ্যুটিংয়ে আলিয়াকে দেখা গিয়েছে হলুদ পোশাকে আর রণবীরের পরণে ছিল ডেনিম জিন্স এবং কমলা শার্ট

একইসঙ্গে সামনে এসেছে কিছু ভিডিয়োও ৷ শ্যুটিংয়ে আলিয়াকে দেখা গিয়েছে হলুদ পোশাকে আর রণবীরের পরণে ছিল ডেনিম জিন্স এবং কমলা শার্ট ৷ গতবছর ডিসেম্বরেই সামনে এসেছিল ছবিতে রণবীরের চরিত্র শিবার প্রথম লুক ৷ আর সকলকে চমক দিতে আলিয়ার লুকটি অয়ন এবং তাঁর টিম সামনে এনেছিলেন ঠিক আলিয়ার জন্মদিনে ৷ নির্মাতারা এরই সঙ্গে আলিয়ার জন্মদিন উদযাপনের কিছু ফুটেজও শেয়ার করেছিলেন সেদিন ৷

আরও পড়ুন : 35তম জন্মদিন বৈষ্ণদেবী দর্শনে কঙ্গনা

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে 'ব্রহ্মাস্ত্র' পর্দায় আসার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফক্স স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স ৷

বারাণসী, 23 মার্চ : বলিউডের কপোতকপোতী আলিয়া ভাট এবং রণবীর কাপুর এবার বন্দি হলেন এক ফ্রেমে ৷ তাঁদের নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন এই বলি জুটি (Alia Ranbir in Varanasi for Brahmastra Shoot)ল ৷ এবার বারাণসী থেকেই নেটদুনিয়া ছেয়ে গেল একাধিক ছবিতে ৷ যেখানে দেখা যায় বারাণসীর ঘাটে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে ছবির কাজ করছেন আলিয়া-রণবীর ৷

Brahmastra updates
শ্যুটিংয়ে আলিয়াকে দেখা গিয়েছে হলুদ পোশাকে আর রণবীরের পরণে ছিল ডেনিম জিন্স এবং কমলা শার্ট

একইসঙ্গে সামনে এসেছে কিছু ভিডিয়োও ৷ শ্যুটিংয়ে আলিয়াকে দেখা গিয়েছে হলুদ পোশাকে আর রণবীরের পরণে ছিল ডেনিম জিন্স এবং কমলা শার্ট ৷ গতবছর ডিসেম্বরেই সামনে এসেছিল ছবিতে রণবীরের চরিত্র শিবার প্রথম লুক ৷ আর সকলকে চমক দিতে আলিয়ার লুকটি অয়ন এবং তাঁর টিম সামনে এনেছিলেন ঠিক আলিয়ার জন্মদিনে ৷ নির্মাতারা এরই সঙ্গে আলিয়ার জন্মদিন উদযাপনের কিছু ফুটেজও শেয়ার করেছিলেন সেদিন ৷

আরও পড়ুন : 35তম জন্মদিন বৈষ্ণদেবী দর্শনে কঙ্গনা

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে 'ব্রহ্মাস্ত্র' পর্দায় আসার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফক্স স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.