ETV Bharat / sitara

আলিয়ার চুল কাটলেন তাঁর 'ভালোবাসার মানুষ'! - আলিয়া ভাট

অন্য তারকাদের মতো এবার বাড়িতেই চুল কাটলেন আলিয়া । হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় ছিলেন তাঁর 'মাল্টিট্যালেন্টেড ভালোবাসার মানুষ'। তবে এই ভালোবাসার মানুষটি আসলে কে তা অবশ্য খোলসা করেননি আলিয়া ।

asd
asd
author img

By

Published : May 18, 2020, 7:36 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ সব দোকান । বন্ধ রয়েছে পার্লার ও জিমও । ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছেন তারকারা । যদিও একেবারেই দমে থাকেননি তাঁরা । পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাড়িতেই চালিয়ে যাচ্ছেন শরীরচর্চা । আর তার সঙ্গে চলছে ত্বকের পরিচর্যাও । তবে বাড়িতে চুল কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা । আর তখনই তাঁদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যাচ্ছে প্রিয়জনদের । একই অবস্থা আলিয়া ভাটেরও ।

লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী আলিয়া । এই সময় শরীরচর্চার দিকে বিশেষ নজর দিয়েছেন । আসলে 40 দিনে ফিট হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি । আর সেইমতো শুরু করেন ওয়ার্কআউট । তার জেরেই এখন আরও বেশি চটপটে হয়ে উঠেছেন তিনি । সম্প্রতি জিমের মধ্যে তোলা একটি ছবি পোস্ট করে একথা জানিয়েছেন আলিয়া নিজেই ।

আর ওই ছবিতেই দেখা গিয়েছে যে ছোটো করে কাটা আলিয়ার চুল । লকডাউনের মধ্যে যে তিনি চুল কেটেছেন সেটা একেবারেই স্পষ্ট । আর সেকথা নিশ্চিত করে ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, "বাড়িতেই চুল কেটে ফেললাম । তার জন্য আমার মাল্টিট্যালেন্টেড ভালোবাসার মানুষটিকে ধন্যবাদ জানাতে চাই ।"

কিন্তু, এই 'মাল্টিট্যালেন্টেড ভালোবাসার মানুষটি'-কে তা অবশ্য খোলসা করেননি আলিয়া । নেটিজ়েনদের একাংশের মতে তিনি রণবীর কাপুর ছাড়া আর কেউ নন । কমেন্টে একজনের প্রশ্ন, "ভালোবাসার মানুষটি কি রণবীর ?" আরও একজন লেখেন, "আমরা সবাই আপনার ভালোবাসার মানুষের সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাই ।" তবে নেটিজ়েনদের প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী ।

লকডাউনের আগে 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আলিয়া । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । এছাড়াও সঞ্জয়লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে আলিয়ার ঝুলিতে ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া বন্ধ সব দোকান । বন্ধ রয়েছে পার্লার ও জিমও । ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছেন তারকারা । যদিও একেবারেই দমে থাকেননি তাঁরা । পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বাড়িতেই চালিয়ে যাচ্ছেন শরীরচর্চা । আর তার সঙ্গে চলছে ত্বকের পরিচর্যাও । তবে বাড়িতে চুল কাটতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা । আর তখনই তাঁদের হেয়ারস্টাইলিস্টের ভূমিকায় দেখা যাচ্ছে প্রিয়জনদের । একই অবস্থা আলিয়া ভাটেরও ।

লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী আলিয়া । এই সময় শরীরচর্চার দিকে বিশেষ নজর দিয়েছেন । আসলে 40 দিনে ফিট হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি । আর সেইমতো শুরু করেন ওয়ার্কআউট । তার জেরেই এখন আরও বেশি চটপটে হয়ে উঠেছেন তিনি । সম্প্রতি জিমের মধ্যে তোলা একটি ছবি পোস্ট করে একথা জানিয়েছেন আলিয়া নিজেই ।

আর ওই ছবিতেই দেখা গিয়েছে যে ছোটো করে কাটা আলিয়ার চুল । লকডাউনের মধ্যে যে তিনি চুল কেটেছেন সেটা একেবারেই স্পষ্ট । আর সেকথা নিশ্চিত করে ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, "বাড়িতেই চুল কেটে ফেললাম । তার জন্য আমার মাল্টিট্যালেন্টেড ভালোবাসার মানুষটিকে ধন্যবাদ জানাতে চাই ।"

কিন্তু, এই 'মাল্টিট্যালেন্টেড ভালোবাসার মানুষটি'-কে তা অবশ্য খোলসা করেননি আলিয়া । নেটিজ়েনদের একাংশের মতে তিনি রণবীর কাপুর ছাড়া আর কেউ নন । কমেন্টে একজনের প্রশ্ন, "ভালোবাসার মানুষটি কি রণবীর ?" আরও একজন লেখেন, "আমরা সবাই আপনার ভালোবাসার মানুষের সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাই ।" তবে নেটিজ়েনদের প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী ।

লকডাউনের আগে 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন আলিয়া । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । এছাড়াও সঞ্জয়লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে আলিয়ার ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.