মুম্বই : ২৬ বছর বয়স। আর এর মধ্যেই ক্যারিয়ারের এক দারুণ ফেজ়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একটা জায়গা তৈরি করে ফেলেছেন আলিয়া। তাও ফ্যানেদের মধ্যে নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য অনেক পন্থা নিতে হয় স্টারেদের। আলিয়া এবার খুললেন নিজের ইউটিউব চ্যানেল।
চ্যানেল লঞ্চের খবর জানিয়ে একটা ভিডিয়ো পোস্ট করেছেন আলিয়া সেই চ্যানেলে। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়োতে লক্ষাধিক ভিউ এসে যায়।
প্রথম পোস্ট করা সেই ভিডিয়োতেই আলিয়া জানিয়ে দিয়েছেন, "আমার চ্যানেলে যা দেখানো হবে, সেগুলো একেবারেই নির্ভেজাল, সিনের পিছনে যা হয়। বলা যেতে পারে আমার জীবনের ভালো দিন, খারাপ দিন, মজার দিন।"
চ্যানেলটি লঞ্চ হওয়ার পরই প্রায় ১ লাখের উপর সাবস্ক্রাইবার তৈরি হয়ে গেছে। দেখে নিন আলিয়ার নতুন ইউটিউব চ্যানেলের এক ঝলক...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">