মুম্বই : বলিউডের স্টারকিডদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা । আলিয়া ভাট, সোনম কাপুর, অনন্যা পাণ্ডে, সোনাক্ষী সিনহা ও অর্জুন কাপুরের মতো অভিনেতারা নেপোটিজ়মের প্রোডাক্ট বলে দাবি তাঁদের । এই সব নিয়ে কথা বললেন আলিয়া ভাটের মা সোনি রাজদান ।
সোনি প্রশ্ন তুললেন, "যাঁরা আজ নেপোটিজ়ম নিয়ে সোচ্চার হয়েছেন, যাঁরা নিজেদের দমে ক্যারিয়ার তৈরি করেছেন, তাঁদের সন্তান যদি ইন্ডাস্ট্রিতে আসতে চায় তখন কী হবে ? নিজেদের সন্তানকে কি তাঁরা আটকে রাখবেন ?"
পরিচালক হনসল মেহেতার একটি টুইটের প্রেক্ষিতে এই পোস্ট করেছিলেন সোনি । কী লেখা ছিল হনসলের টুইটে ?
"নেপোটিজ়ম নিয়ে বিতর্কটা আরও বড় হওয়া উচিত । যোগ্যতাই শেষ কথা বলে । আমার ছেলে আমার হাত ধরে দরজা অবধি পৌঁছবে । আর যাবে না কেন ? আমার সমস্ত কাজের সঙ্গে ও ওতোপ্রতভাবে জড়িত, ও ট্যালেন্ডেড, পরিশ্রমী, আমার যাবতীয় গুণ রয়েছে ওঁর মধ্যে । শুধুমাত্র আমার ছেলে বলেই কি ও সুযোগ পেয়েছে ?", প্রশ্ন তুলেছিলেন হনসল ।
সুশান্ত সিংয়ের ডিপ্রেশনের কারণ হিসেবে দায়ি করা হচ্ছে ইন্ডাস্ট্রির নেপোটিজ়মকে । সেই নিয়ে চলছে তদন্দ । মহেশ ভাটের বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে মুজ়ফ্ফরপুর আদালতে ।