মুম্বই : দা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের 819 জন তারকাকে । তার মধ্যে রয়েছে হৃতিক রোশন, আলিয়া ভাট সহ বলিউডের অনেকের নাম । আমন্ত্রণ জানানোর জন্য দা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সকে ধন্যবাদ জানালেন আলিয়া ভাট ।
ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি পোস্ট করেন অভিনেত্রী । সেখানে লেখা, "অ্যাকাডেমির একজন সদস্য হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোয় দা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সকে ধন্যবাদ । এর জন্য আমি কৃতজ্ঞ ।"
তিনি আরও লেখেন, "বিশ্বের দরবারে ভারতীয় সিনেমা সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছি । প্রতি বছর, ভারত থেকে আরও অভিনেতা, পরিচালক ও টেকনিশিয়নকে অ্যাকাডেমির দ্বারা স্বীকৃত করা হয় । আর এভাবেই গোটা বিশ্বের মানুষের মনে ও বাড়িতে পৌঁছে যাচ্ছে ভারতীয় সিনেমা ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
হৃতিক ও আলিয়া ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কস্টিউম ডিজ়াইনার নীতা লুল্লা, পরিচালক নিস্তা জৈন, কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, ভিজ়ুয়াল এফেক্টস সুপারভাইজ়র বিশাল কমল ও সন্দীপ কমল সহ আরও অনেককে ।
গত বছরও আমন্ত্রণ পেয়েছিলেন আলিয়া ভাট । আমন্ত্রণ গ্রহণের পরই অস্কারে ভোটাধিকারও পেয়ে যাবেন তাঁরা । আগামী বছরের 25 এপ্রিল অনুষ্ঠিত হবে 93 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ।
যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের মধ্যে 75 জন অস্কারের দৌড়ে রয়েছেন আর 15 জন অতীতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছেন ।
এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আরও একটি লক্ষ্য রয়েছে । তা হল- মহিলা প্রতিনিধির সংখ্যা দ্বিগুণ করা । তাই এবার ভোটাধিকার ও পুরস্কার বাছাইয়ের জন্য যাঁরা ডাক পেয়েছেন তাঁদের মধ্যে 45 শতাংশই মহিলা ।