ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় প্রেম বিতরণ করছেন আলিয়া - আলিয়া ভাটের খবর

ছোটো থেকেই মিষ্টি আলিয়া ভাট । মোটাসোটা ডল পুতুলের মতো দেখতে তাঁকে । আর তেমন থ্রোব্যাক ছবি শেয়ার করলে নেটিজেনদের মন ভরতে বাধ্য । স্মৃতির পাতা হাতরে সাদা-কালো ছবি বের করলেন আলিয়া ।

Alia Bhatt childhood picture
Alia Bhatt childhood picture
author img

By

Published : Jul 28, 2020, 10:14 AM IST

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না কারও জন্যই । কোরোনা তাণ্ডব, লকডাউনে বাড়তে থাকা বেকার সমস্যা, একের পর এক মৃত্যুর খবরে জেরবার বিশ্ববাসী । এই সময় একটু প্রেম বিতরণ করলেন আলিয়া ভাট ।

একটা থ্রোব্য়াক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । সাদা-কালোয় ছোট্ট মিষ্টি আলিয়া । এই কঠিন সময় এমন সরল ছবি দেখে মন ভালো হতে বাধ্য ।

ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, "একটু প্রেম বিতরণ কর.."

Alia Bhatt childhood picture
আলিয়ার পোস্ট..

আলিয়ার এই ছবি দেখে মুগ্ধ বলিউড সেলেবরা । রণবীর সিং, দিয়া মির্জা, জ়োয়া আখতার, হৃতিক তাঁদের অ্যাডরেবল প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির নিচে ।

তবে আলিয়া এখন সমস্ত ছবিতে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর মতো স্টারকিডদের বিরুদ্ধে নেটিজেনদের আক্রমণ অব্যাহত । তাই শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্ট আর ফ্যানপেজগুলোই তাঁর ছবির নিচে কমেন্ট করতে পারে ।

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না কারও জন্যই । কোরোনা তাণ্ডব, লকডাউনে বাড়তে থাকা বেকার সমস্যা, একের পর এক মৃত্যুর খবরে জেরবার বিশ্ববাসী । এই সময় একটু প্রেম বিতরণ করলেন আলিয়া ভাট ।

একটা থ্রোব্য়াক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । সাদা-কালোয় ছোট্ট মিষ্টি আলিয়া । এই কঠিন সময় এমন সরল ছবি দেখে মন ভালো হতে বাধ্য ।

ছবিটি শেয়ার করে আলিয়া লিখেছেন, "একটু প্রেম বিতরণ কর.."

Alia Bhatt childhood picture
আলিয়ার পোস্ট..

আলিয়ার এই ছবি দেখে মুগ্ধ বলিউড সেলেবরা । রণবীর সিং, দিয়া মির্জা, জ়োয়া আখতার, হৃতিক তাঁদের অ্যাডরেবল প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির নিচে ।

তবে আলিয়া এখন সমস্ত ছবিতে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর মতো স্টারকিডদের বিরুদ্ধে নেটিজেনদের আক্রমণ অব্যাহত । তাই শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্ট আর ফ্যানপেজগুলোই তাঁর ছবির নিচে কমেন্ট করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.