ETV Bharat / sitara

আলিয়ার সূর্য মধ্যমে... - আলিয়া ভাটের খবর

সোশাল মিডিয়ায় তাক লাগিয়ে দেওয়া ছবি পোস্ট করে নেটিজেনদের সারপ্রাইজ় দিতে থাকেন আলিয়া ভাট ।

Alia bhatt sun kissed picture
Alia bhatt sun kissed picture
author img

By

Published : Jun 8, 2020, 7:15 AM IST

মুম্বই : বাড়িতে বন্দী থাকা অবস্থাটা প্রতি মুহূর্তে উপভোগ করছেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় তাঁর প্রতিদিনের অ্যাক্টিভিটি দেখে বেশ আন্দাজ করা যায় সেটা । সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । এই অস্থির সময়ের মধ্যেও একটা প্রশান্তির ছোঁয়া আলিয়ার চোখে-মুখে ।

ব্যালকনির ধারে দাঁড়িয়ে অভিনেত্রী । মুখে তাঁর অস্তগামী সূর্যের আলো । যেন অনেক দূরে তাকিয়ে রয়েছেন আলিয়া, ভাবছেন কিছু একটা । তাঁর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

ক্যাপশনে আলিয়া লিখেছেন, "সূরয হুয়া মধ্যম"। 'কভি খুশি কভি গম' ছবিতে শাহরুখ-কাজলের উপর নির্মিত সেই বিখ্যাত গান, যা আজও পাগল করে দেয় প্রেমিক-প্রেমিকাদের ।

দেখে নিন আলিয়ার পোস্ট...

শোনা গেছিল আলিয়া নাকি রণবীর কাপুরের সঙ্গেই রয়েছেন এই লকডাউনে । এই ছবি কি তাঁরই তোলা ? না, সেই উত্তর দেননি অভিনেত্রী ।

মুম্বই : বাড়িতে বন্দী থাকা অবস্থাটা প্রতি মুহূর্তে উপভোগ করছেন আলিয়া ভাট । সোশাল মিডিয়ায় তাঁর প্রতিদিনের অ্যাক্টিভিটি দেখে বেশ আন্দাজ করা যায় সেটা । সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । এই অস্থির সময়ের মধ্যেও একটা প্রশান্তির ছোঁয়া আলিয়ার চোখে-মুখে ।

ব্যালকনির ধারে দাঁড়িয়ে অভিনেত্রী । মুখে তাঁর অস্তগামী সূর্যের আলো । যেন অনেক দূরে তাকিয়ে রয়েছেন আলিয়া, ভাবছেন কিছু একটা । তাঁর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা ।

ক্যাপশনে আলিয়া লিখেছেন, "সূরয হুয়া মধ্যম"। 'কভি খুশি কভি গম' ছবিতে শাহরুখ-কাজলের উপর নির্মিত সেই বিখ্যাত গান, যা আজও পাগল করে দেয় প্রেমিক-প্রেমিকাদের ।

দেখে নিন আলিয়ার পোস্ট...

শোনা গেছিল আলিয়া নাকি রণবীর কাপুরের সঙ্গেই রয়েছেন এই লকডাউনে । এই ছবি কি তাঁরই তোলা ? না, সেই উত্তর দেননি অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.