মুম্বই : সোফার উপর বসে রয়েছেন আলিয়া ভাট । আর তাঁর ঠিক সামনে মাটিতেই বসে রয়েছে পোষ্য । সেখান থেকেই পোষ্যকে আদর করছেন তিনি । তবে এই পোষ্য আসলে রণবীর কাপুরের ।
লকডাউনের মধ্যে সম্ভবত রণবীর কাপুরের সঙ্গেই ছিলেন আলিয়া । ওই সময় প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো । আর সেখান থেকেই শুরু হয় জল্পনাটা ।
একটি ভিডিয়োতে বাড়ির ক্যাশুয়াল জামা পরে একই কমপাউন্ডে ঘুরে বেরাতে দেখা যায় রণবীর ও আলিয়াকে । সে সময় তাঁদের সঙ্গে ছিল পোষ্য লিওনেল । আর এই ভিডিয়ো সামনে আসার পরই শুরু হয় জল্পনা । প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কী একসঙ্গেই রয়েছেন আলিয়া ও রণবীর ? তা নিয়ে অবশ্য একটি বাক্যও খরচ করেননি তাঁরা ।
এদিকে আজ সকালে রণবীরের পোষ্য লিওনেলের সঙ্গে তোলা দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া । ছবির ক্যাপশনে লেখেন, "এরা সবকিছু ভালো করে দেয়"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে শুধু আলিয়াই নয় । লিওনেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন দিদি শাহিনও । ছবিতে সোফার উপর বসে রয়েছেন শাহিন । আর তাঁর কোলে মাথা রেখে শুয়ে লিওনেল । ক্যাপশনে লেখেন, "অন্তত পক্ষে আমাদের কুকুর আছে"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কাজের দিক থেকে আলিয়ার পরবর্তী ছবি 'ব্রহ্মাস্ত্র'। সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি । সব ঠিক থাকলে ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি । এছাড়া 'সাদাক 2' ও 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে । 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।