ETV Bharat / sitara

পিপলস্ চয়েজ় 2019-র 'মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান উওম্যান' ক্যাটাগরিতে মনোনীত আলিয়া - most inspiring asian woman

একমাত্র ভারতীয় হিসেবে পিপলস্ চয়েজ়ের মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান উওম্যান হিসেবে মনোনীত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । এর আগে ভারতীয় হিসেবে পিপলস্ চয়েজ় অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ।

আলিয়া ভাট
author img

By

Published : Sep 6, 2019, 11:14 PM IST

মুম্বই : বেশ কিছুদিন ধরেই সাফল্যের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । একের পর এক সাক্সেসফুল ছবি, নিজের অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডস, জিতেছেন দর্শকদের মনও । এবার তিনি মনোনীত হলেন 2019-র পিপলস্ চয়েজ় মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান উওম্যানের জন্য ।

অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি যে, এই তালিকায় আলিয়াই একমাত্র ভারতীয় । তালিকায় এশিয়া থেকে অন্য যারা রয়েছেন, তারা হলেন চীনা অভিনেত্রী জ়োউ ডংগিউ, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং ইউ-মি, দক্ষিণ কোরিয়ার সিংগার-সং রাইটার CL, থাই অভিনেত্রী প্রায়া লুন্ডবার্গ, ইন্দোনেশিয়ান অভিনেত্রী রেলাইন শাহ, মালায়সিয়ার সিংগার-সংরাইটার যুনা ও থাই মডেল চুটিমন চুয়েংচারোয়েনসুকিং ।

এই ক্যাটাগরীর বিজয়ী হবেন অনলাইন পোলের মাধ্যমে । এই পোল চলবে 18 অক্টোবর পর্যন্ত । এর আগে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পিপলস্ চয়েজ় অ্যাওয়ার্ড জিতেছিলেন । তাঁর টেলিভিশন সিরিজ় 'কোয়ান্টিকো'-র জন্য 2016 সালে সেরা অভিনেত্রী ও 2017 সালে পছন্দের ড্রামাটিক টিভি অভিনেত্রীর জন্য পুরস্কার জিতেছিলেন ।

কাজের ক্ষেত্রে, আলিয়াকে এরপর দেখা যাবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র'-তে । ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর । এছাড়াও তিনি অভিনয় করছেন বাবা মহেশ ভাটের পরবর্তী ছবি 'সড়ক ২'-তে ও এস এস রাজামৌলির 'RRR'-এ ।

মুম্বই : বেশ কিছুদিন ধরেই সাফল্যের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট । একের পর এক সাক্সেসফুল ছবি, নিজের অভিনয়ের জন্য অ্যাওয়ার্ডস, জিতেছেন দর্শকদের মনও । এবার তিনি মনোনীত হলেন 2019-র পিপলস্ চয়েজ় মোস্ট ইনস্পায়ারিং এশিয়ান উওম্যানের জন্য ।

অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি যে, এই তালিকায় আলিয়াই একমাত্র ভারতীয় । তালিকায় এশিয়া থেকে অন্য যারা রয়েছেন, তারা হলেন চীনা অভিনেত্রী জ়োউ ডংগিউ, দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জাং ইউ-মি, দক্ষিণ কোরিয়ার সিংগার-সং রাইটার CL, থাই অভিনেত্রী প্রায়া লুন্ডবার্গ, ইন্দোনেশিয়ান অভিনেত্রী রেলাইন শাহ, মালায়সিয়ার সিংগার-সংরাইটার যুনা ও থাই মডেল চুটিমন চুয়েংচারোয়েনসুকিং ।

এই ক্যাটাগরীর বিজয়ী হবেন অনলাইন পোলের মাধ্যমে । এই পোল চলবে 18 অক্টোবর পর্যন্ত । এর আগে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পিপলস্ চয়েজ় অ্যাওয়ার্ড জিতেছিলেন । তাঁর টেলিভিশন সিরিজ় 'কোয়ান্টিকো'-র জন্য 2016 সালে সেরা অভিনেত্রী ও 2017 সালে পছন্দের ড্রামাটিক টিভি অভিনেত্রীর জন্য পুরস্কার জিতেছিলেন ।

কাজের ক্ষেত্রে, আলিয়াকে এরপর দেখা যাবে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র'-তে । ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর । এছাড়াও তিনি অভিনয় করছেন বাবা মহেশ ভাটের পরবর্তী ছবি 'সড়ক ২'-তে ও এস এস রাজামৌলির 'RRR'-এ ।

Intro:Body:

Alia Bhat


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.