ETV Bharat / sitara

লকডাউনের 60 দিন, নিজের মধ্যে অনেক পরিবর্তন খুঁজে পেলেন আলিয়া - আলিয়া ভাটের লকডাউন

লকডাউনের 60 দিন । এই 60 দিন বাড়িবন্দী থেকে নিজের মধ্যে অনেক পরিবর্তন খুঁজে পাচ্ছেন আলিয়া ভাট । আর সেই সব পরিবর্তন ভালোর দিকে....

Alia bhatt in lockdown
Alia bhatt in lockdown
author img

By

Published : May 17, 2020, 1:09 PM IST

মুম্বই : বাড়িতে থেকে ওয়ার্কআউটে মন দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা । নিজের শরীর আর মনের যত্ন নিচ্ছেন তাঁরা । প্রকৃতি যেমন নিজেকে মেরামত করছে, ঠিক তেমনই ব্যস্ত জীবনের ক্লান্তি আর অনিয়মকে শুধরে নিচ্ছেন তারকারা । বাদ নেই আলিয়া ভাটও ।

এই 60 দিনে আলিয়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী, সুস্থ এবং ফ্লেক্সিবল হয়ে উঠেছেন । একথা আমরা নয়, আলিয়া নিজেই জানিয়েছেন । ওয়ার্কআউট আর স্বাস্থ্যসম্মত ডায়েট করে অভিনেত্রী আগের থেকে অনেক বেশি অপ্রতিরোধ্য় হয়ে উঠেছেন ।

জিমে বসে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া । লিখে জানিয়েছেন ওয়ার্কআউটের কোন কোন অংশে তিনি আরও বেশি চটপটে হয়ে উঠেছেন । 40 দিনে ফিট হওয়ার চ্য়ালেঞ্জ নিয়েছিলেন অভিনেত্রী । সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আলিয়া ।

খুব অল্প সময়েই ভাইরাল আলিয়ার পোস্ট । দেখে নিন...

মুম্বই : বাড়িতে থেকে ওয়ার্কআউটে মন দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা । নিজের শরীর আর মনের যত্ন নিচ্ছেন তাঁরা । প্রকৃতি যেমন নিজেকে মেরামত করছে, ঠিক তেমনই ব্যস্ত জীবনের ক্লান্তি আর অনিয়মকে শুধরে নিচ্ছেন তারকারা । বাদ নেই আলিয়া ভাটও ।

এই 60 দিনে আলিয়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী, সুস্থ এবং ফ্লেক্সিবল হয়ে উঠেছেন । একথা আমরা নয়, আলিয়া নিজেই জানিয়েছেন । ওয়ার্কআউট আর স্বাস্থ্যসম্মত ডায়েট করে অভিনেত্রী আগের থেকে অনেক বেশি অপ্রতিরোধ্য় হয়ে উঠেছেন ।

জিমে বসে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া । লিখে জানিয়েছেন ওয়ার্কআউটের কোন কোন অংশে তিনি আরও বেশি চটপটে হয়ে উঠেছেন । 40 দিনে ফিট হওয়ার চ্য়ালেঞ্জ নিয়েছিলেন অভিনেত্রী । সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে পরবর্তী চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আলিয়া ।

খুব অল্প সময়েই ভাইরাল আলিয়ার পোস্ট । দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.