ETV Bharat / sitara

কীভাবে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন আলিয়া-রণবীর ? - আলিয়া ভাটের খবর

আলিয়া ভাট ও রণবীর কাপুর আপাতত রাজস্থানে । সেখানেই বর্ষবরণের সেলিব্রেশন চলছে কাপুর আর ভাট পরিবারের । সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ।

ranbir kapoor and alia bhatt new year
ranbir kapoor and alia bhatt new year
author img

By

Published : Dec 31, 2020, 8:58 AM IST

Updated : Dec 31, 2020, 3:33 PM IST

রণথামবোর (রাজস্থান) : এবার আর বিদেশে নয়, দেশের মাটিতেই নিউ ইয়ার সেলিব্রেট করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । জঙ্গলের মধ্যে তাঁবু বেঁধে রয়েছে কাপুর ও ভাট পরিবার । বিশেষ মুহূর্তের ছবি এল সামনে ।

রান্থামবোরের জাতীয় অরণ্যে প্রকৃতির কাছাকাছি নিউ ইয়ার সেলিব্রেট করছেন তারকারা । জঙ্গলের মধ্যে তাঁবু বেঁধে চলছে দিনযাপন । আলিয়া আর রণবীরের সঙ্গে রয়েছেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, সোনি রাজদানও ।

জঙ্গলে ক্যাম্প ফায়ারের মজাই আলাদা । সেই মজা উপভোগ করছেন সবাই মিলে । নিভৃত নিঃস্তব্ধতায় নতুন বছরের অপেক্ষায় রয়েছেন আলিয়া-রণবীররা ।

"সামনে আমাদের জন্য যা-ই অপেক্ষা করুক, সবকিছুর উদ্দেশে চিয়ার্স", লিখেছেন আলিয়া । দেখে নিন তাঁদের ছুটির কাটানোর কয়েক ঝলক...

ranbir kapoor and alia bhatt new year
সেলিব্রেশনের ঝলক..

রণথামবোর (রাজস্থান) : এবার আর বিদেশে নয়, দেশের মাটিতেই নিউ ইয়ার সেলিব্রেট করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর । জঙ্গলের মধ্যে তাঁবু বেঁধে রয়েছে কাপুর ও ভাট পরিবার । বিশেষ মুহূর্তের ছবি এল সামনে ।

রান্থামবোরের জাতীয় অরণ্যে প্রকৃতির কাছাকাছি নিউ ইয়ার সেলিব্রেট করছেন তারকারা । জঙ্গলের মধ্যে তাঁবু বেঁধে চলছে দিনযাপন । আলিয়া আর রণবীরের সঙ্গে রয়েছেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, সোনি রাজদানও ।

জঙ্গলে ক্যাম্প ফায়ারের মজাই আলাদা । সেই মজা উপভোগ করছেন সবাই মিলে । নিভৃত নিঃস্তব্ধতায় নতুন বছরের অপেক্ষায় রয়েছেন আলিয়া-রণবীররা ।

"সামনে আমাদের জন্য যা-ই অপেক্ষা করুক, সবকিছুর উদ্দেশে চিয়ার্স", লিখেছেন আলিয়া । দেখে নিন তাঁদের ছুটির কাটানোর কয়েক ঝলক...

ranbir kapoor and alia bhatt new year
সেলিব্রেশনের ঝলক..
Last Updated : Dec 31, 2020, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.