মুম্বই 12 মার্চ :বলিউডে যেকোনও উৎসবই যথেষ্ট ধুমধাম করে পালন করা হয় ৷ মহাশিবরাত্রিই বা সেই তালিকা থেকে বাদ যাবে কেন? যখন সকল অভিনেতা-অভিনেত্রীরা উৎসব পালনে ব্যস্ত, তখন অয়ন মুখার্জি ও আলিয়া ভাটকে ক্যামেরাবন্দী করা গেল একটি শিব মন্দিরের বাইরে ৷
অয়ন মুখার্জি পরিচালিত এবং আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত তাঁদের আসন্ন ছবি 'ব্রহ্মাস্ত্র' পরিণতি পেতে আর মাত্র কয়েকটা দিন ৷ রণবীর করোনা পজিটিভ ৷ তা বলে কি ভগবানের আশীর্বাদ থেকে বাদ যাবে 'ব্রহ্মাস্ত্র'-র টিম!
আলিয়া ভাটের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই ছবির পরিচালক ও অভিনেত্রীকে দেখা যায় শিব মন্দিরে পুজো দিতে ৷ আন্দাজ করা যায় রণবীর কাপুর সুস্থ থাকলে তাঁকেও দেখা যেত এখানে ৷
সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, তিনি কী বিশেষ প্রার্থণা করলেন মহাদেবের কাছে? উত্তরে অভিনেত্রী হাস্যরসাত্মক সুরে জানান তিনি বিশেষ কিছু ভগবানের কাছে চেয়েছেন ঠিকই কিন্তু কি চেয়েছেন তা বলবেন না তিনি ৷
বলিউডের প্রথম সারির এই ব্যস্ত অভিনেত্রী এখন 'ব্রহ্মাস্ত্র' ও 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি' ছবি গুলি নিয়ে বেশ ব্যস্ত ৷ অভিনেত্রীর ভক্তরাও দিন গুনছে ছবি গুলির মুক্তির জন্য ৷