মুম্বই : কয়েকমাস আগে আলিয়া ভাট হ্য়ারি পটারের গল্প পড়া শুরু করেন । সেই বই তাঁর প্রিয় বন্ধু হয়ে ওঠে । আর কয়েকমাস পর সেই আলিয়াই 'হ্যারি পটার অ্যাট হোম'-এর অংশ । ম্যাজিক ছাড়া আর কী ?
সম্প্রতি শেয়ার করা একটি ভিডিয়ো আলিয়া হ্যারি পটারের চ্যাপটার 8 পড়ে শোনালেন । একা নন, ভিডিয়ো তাঁর ভার্চুয়াল সঙ্গী ছিলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন ।
ভিডিয়োটি শেয়ার করে আলিয়া লিখেছেন, "দু'মাস আগে হ্যারি, হগওয়ার্টস, আর ম্যাজিকের দুনিয়া আমার কাছে এল আর সঙ্গে সঙ্গেই আমার মনে জায়গা করে নিল । কেন জানি না, আমি যখন ছোটো ছিলাম, সেভাবে কখনও বইকে সঙ্গী করিনি ।"
আর এখন বইই তাঁর বন্ধু । 'হ্য়ারি পটার অ্যাট হোম'-এর অংশ হতে পারাটাও আলিয়ার কাছে একটা ম্যাজিকের মতো । যেই হ্য়ারি পটার কাছের হয়ে উঠল, তখনই যেন এই অফারটা এল তাঁর কাছে ।
দেখে নিন স্টোরিটেলার আলিয়ার ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">