ETV Bharat / sitara

গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব বি-টাউন - আলি ফজলের খবর

দেশজুড়ে বাড়তে থাকা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সরব বি-টাউন । অভিনেত্রী-পরিচালক নন্দিতা দাসের সঙ্গে হাত মেলালেন আলি ফজল ।

Ali Fazal gender equality
Ali Fazal gender equality
author img

By

Published : Jul 11, 2020, 4:15 PM IST

মুম্বই : দেশজুড়ে বাড়তে গার্হস্থ্য হিংসা সত্যিই একটা ভাবনার বিষয় । এই লকডাউনে কোথাও কোথাও মাত্রা ছাড়িয়েছে গৃহবন্দী নারীদের দুর্দশা । সেই সব নিয়ে সরব হয়েছিলেন বি-টাউনের কিছু সদস্য । তাঁদের মধ্যে অন্যতম নন্দিতা দাস এবং আলি ফজল ।

কয়েকদিন আগে নন্দিতা দাস একটি শর্টফিল্ম তৈরি করেন । নাম 'লিসন টু হার', অর্থাৎ তার কথাটা একবার শুনে দেখ । ফিল্মটিতে অভিনেত্রী অম্রুতা সুভাষ এবং গীতিকার সানন্দ কিরকিরের কণ্ঠ শোনা গেছে দু'টি বিশেষ চরিত্রে ।

Ali Fazal gender equality
ফিল্মের দৃশ্য..

ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে তাঁদের এই উদ্যোগে সামিল হয়েছিলেন আলি ফজল । তবে বিষয়টাকে ছেড়ে দেননি তিনি । রীতিমতো জুড়ে রয়েছেন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে হওয়ার এই ক্যাম্পেনের সঙ্গে ।

IANS-কে আলি বললেন, "গার্হস্থ্য হিংসা কোনও ক্লাস, ধর্ম বা অন্যকিছু দেখে আসে না । এই ফিল্মটি একটি উদ্যোগ, যাতে মানুষ এগিয়ে আসে এবং এই সমস্যাটিকে নিয়ে খোলাখুলি কথা বলে ।"

নন্দিতা দাস পরিচালিত এই ফিল্মে মানবিকতার ছোঁয়া রয়েছে, রয়েছে বিশেষ বার্তাও । দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : দেশজুড়ে বাড়তে গার্হস্থ্য হিংসা সত্যিই একটা ভাবনার বিষয় । এই লকডাউনে কোথাও কোথাও মাত্রা ছাড়িয়েছে গৃহবন্দী নারীদের দুর্দশা । সেই সব নিয়ে সরব হয়েছিলেন বি-টাউনের কিছু সদস্য । তাঁদের মধ্যে অন্যতম নন্দিতা দাস এবং আলি ফজল ।

কয়েকদিন আগে নন্দিতা দাস একটি শর্টফিল্ম তৈরি করেন । নাম 'লিসন টু হার', অর্থাৎ তার কথাটা একবার শুনে দেখ । ফিল্মটিতে অভিনেত্রী অম্রুতা সুভাষ এবং গীতিকার সানন্দ কিরকিরের কণ্ঠ শোনা গেছে দু'টি বিশেষ চরিত্রে ।

Ali Fazal gender equality
ফিল্মের দৃশ্য..

ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে তাঁদের এই উদ্যোগে সামিল হয়েছিলেন আলি ফজল । তবে বিষয়টাকে ছেড়ে দেননি তিনি । রীতিমতো জুড়ে রয়েছেন গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে হওয়ার এই ক্যাম্পেনের সঙ্গে ।

IANS-কে আলি বললেন, "গার্হস্থ্য হিংসা কোনও ক্লাস, ধর্ম বা অন্যকিছু দেখে আসে না । এই ফিল্মটি একটি উদ্যোগ, যাতে মানুষ এগিয়ে আসে এবং এই সমস্যাটিকে নিয়ে খোলাখুলি কথা বলে ।"

নন্দিতা দাস পরিচালিত এই ফিল্মে মানবিকতার ছোঁয়া রয়েছে, রয়েছে বিশেষ বার্তাও । দেখে নিন...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.