ETV Bharat / sitara

রিং ছাড়াই রিচাকে প্রোপোজ় করেছিলেন আলি - রিচা চড্ডার খবর

প্রোপোজ় করার সিদ্ধান্তটা খুবই চটজলদি নেন আলি ফজল । তাই কোনও রিং ছাড়াই রিচাকে প্রোপজ় করে বসেন অভিনেতা ।

ali fazal proposes Richa chadda without ring
ali fazal proposes Richa chadda without ring
author img

By

Published : Apr 24, 2020, 6:04 PM IST

মুম্বই : 2013-এ 'ফুকরে'-র সেটে আলাপ রিচা-আলির । সেখান থেকেই বন্ধুত্ব । তবে নিজেদের সম্পর্ককে গোপন রাখেননি তাঁরা । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন তাঁদের ভালোবাসার কথা । রিচাকে কীভাবে প্রোপোজ় করেছিলেন আলি সেটা জানেন ?

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলি বলেন, "আমার হঠাৎ মনে হল যে, এই সময়টা, এই জায়গাটা প্রোপোজ় করার জন্য বেস্ট । তাই সুযোগটা মিস করতে চাইনি । রিং ছাড়াই প্রোপোজ় করে ফেলি ।" তবে সেটা কোন জায়গা ছিল তা খোলসা করেননি অভিনেতা ।

প্রোপোজ় করার মুহূর্তটা সবসময় খুব ভয়ের, আগে থেকে যতই প্রস্তুতি নিয়ে রাখা হোক না কেন...মনে করেন আলি । বললেন, "তোমরা একে অপরের কতটা কাছাকাছি সেটা ম্যাটার করে না ওই সময় । মুহূর্তটা খুবই ভয়ের । মেয়েটা যদি অপ্রত্যাশিত কিছু বলে দেয় ।"

ali fazal proposes Richa chadda without ring
একান্তে..

সবকিছু ঠিক থাকলে এই এপ্রিলেই রেজিস্ট্রি ম্যারেজ করার কথা ছিল আলি-রিচার । তবে কোরোনার থাবায় এখন সবই স্থগিত । 2020-র শেষের দিকে চার হাত এক হলেও হতে পারে ।

মুম্বই : 2013-এ 'ফুকরে'-র সেটে আলাপ রিচা-আলির । সেখান থেকেই বন্ধুত্ব । তবে নিজেদের সম্পর্ককে গোপন রাখেননি তাঁরা । সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন তাঁদের ভালোবাসার কথা । রিচাকে কীভাবে প্রোপোজ় করেছিলেন আলি সেটা জানেন ?

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলি বলেন, "আমার হঠাৎ মনে হল যে, এই সময়টা, এই জায়গাটা প্রোপোজ় করার জন্য বেস্ট । তাই সুযোগটা মিস করতে চাইনি । রিং ছাড়াই প্রোপোজ় করে ফেলি ।" তবে সেটা কোন জায়গা ছিল তা খোলসা করেননি অভিনেতা ।

প্রোপোজ় করার মুহূর্তটা সবসময় খুব ভয়ের, আগে থেকে যতই প্রস্তুতি নিয়ে রাখা হোক না কেন...মনে করেন আলি । বললেন, "তোমরা একে অপরের কতটা কাছাকাছি সেটা ম্যাটার করে না ওই সময় । মুহূর্তটা খুবই ভয়ের । মেয়েটা যদি অপ্রত্যাশিত কিছু বলে দেয় ।"

ali fazal proposes Richa chadda without ring
একান্তে..

সবকিছু ঠিক থাকলে এই এপ্রিলেই রেজিস্ট্রি ম্যারেজ করার কথা ছিল আলি-রিচার । তবে কোরোনার থাবায় এখন সবই স্থগিত । 2020-র শেষের দিকে চার হাত এক হলেও হতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.