ETV Bharat / sitara

প্রকাশ্যে 'মিশন মঙ্গল'-র নতুন পোস্টার - vidya balan

পরবর্তী ছবি 'মিশন মঙ্গল'-র নতুন পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অক্ষয় কুমার । সঙ্গে জানালেন ট্রেলার লঞ্চের তারিখও ।

মিশন মঙ্গল
author img

By

Published : Jul 16, 2019, 2:09 PM IST

মুম্বই : 'মিশন মঙ্গল'-র জন্য বি-টাউনের অ্যাকশন হিরো অক্ষয় কুমার শিরোনামে রয়েছেন । কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ছবির টিজ়ার । যা মন কেড়েছে দর্শকের । আজ অক্ষয় সোশাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন ।

পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, "একটা গল্প যা ভারতীয় স্পেস সায়েন্সের পরিভাষা বদলে দেয় ! মিশন মঙ্গলের ট্রেলারের জন্য তৈরি থাকুন । 18 জুলাই আসছে ।" ছবির নতুন এই পোস্টারটিতে অক্ষয় কুমার ছাড়াও বাকি অভিনেতা যেমন, বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসী পান্নু, শরমন জোশী, কীর্তি কুলহরী, নিত্যা মেননকে দেখা যাচ্ছে ।

'মিশন মঙ্গল'-র টিজ়ারে মঙ্গলযান লঞ্চের আগের প্রস্তুতির একটা ঝলক দর্শককে দেখানো হয়েছে । ছবিতে অক্ষয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনের (ISRO) একজন সিনিয়র বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন, যিনি মঙ্গল মিশনে মঙ্গল গ্রহের অর্বিটের উপর কাজ করেছিলেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'মিশন মঙ্গল' দেশজুড়ে 15 অগাস্ট মুক্তি পাবে ।

মুম্বই : 'মিশন মঙ্গল'-র জন্য বি-টাউনের অ্যাকশন হিরো অক্ষয় কুমার শিরোনামে রয়েছেন । কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে ছবির টিজ়ার । যা মন কেড়েছে দর্শকের । আজ অক্ষয় সোশাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন ।

পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, "একটা গল্প যা ভারতীয় স্পেস সায়েন্সের পরিভাষা বদলে দেয় ! মিশন মঙ্গলের ট্রেলারের জন্য তৈরি থাকুন । 18 জুলাই আসছে ।" ছবির নতুন এই পোস্টারটিতে অক্ষয় কুমার ছাড়াও বাকি অভিনেতা যেমন, বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসী পান্নু, শরমন জোশী, কীর্তি কুলহরী, নিত্যা মেননকে দেখা যাচ্ছে ।

'মিশন মঙ্গল'-র টিজ়ারে মঙ্গলযান লঞ্চের আগের প্রস্তুতির একটা ঝলক দর্শককে দেখানো হয়েছে । ছবিতে অক্ষয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনের (ISRO) একজন সিনিয়র বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন, যিনি মঙ্গল মিশনে মঙ্গল গ্রহের অর্বিটের উপর কাজ করেছিলেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'মিশন মঙ্গল' দেশজুড়ে 15 অগাস্ট মুক্তি পাবে ।

Intro:Body:

mission mangal


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.