মুম্বই, 18 জুন : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন ছবি পৃথ্বীরাজ ৷ ছবির সেই নামকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিল চণ্ডীগড়ে ৷ ছবির নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে জ্বালানো হল অক্ষয় কুমারের কুশ পুতুল ৷
অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে থেকে করা হয়েছিল এই প্রতিবাদ ৷ ওই সংগঠনের এক সদস্য জানান, তাঁদের এই প্রতিবাদের কারণ ৷ তিনি জানিয়েছেন, শুধু 'পৃথ্বীরাজ' নয় ৷ পৃথ্বীরাজের সম্পূর্ণ নাম ব্যবহার করে রাখতে হবে ছবির নাম ৷
আরও পড়ুন : WTC Final 2021 : সাউদাম্পটন থেকে ফটো শেয়ার অনুষ্কার
হয় ছবির নাম দিতে হবে হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান ৷ নয়তো, সম্রাট পৃথ্বীরাজ ৷
বুধবার তাই অক্ষয় কুমার সহ ছবির পরিচালক ও প্রযোজকদের কুশ পুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানানো হল চণ্ডীগড়ে ৷
ঐতিহাসিক গল্পের উপর ছবি তৈরি হবে ৷ আর তা কেন্দ্র করে কোনও বিরোধিতা হবে না এমন প্রায় হতেই পারে না ৷ যোধা আকবর ও পদ্মাবতের এবার পালা পৃথ্বীরাজের ৷