ETV Bharat / sitara

Akshay kumar : সুখবর ! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম - অক্ষয় কুমার

3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি বেল বটম ৷ সোশ্যাল মিডিয়ায় এ কথা ঘোষণা করেছেন বলিউডের খিলাড়ি ৷ এই ফিল্ম 19 অগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ৷

Akshay Kumar's 'Bell bottom' will be released in 3D
সুখবর! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম
author img

By

Published : Aug 2, 2021, 4:54 PM IST

মুম্বই, 2 অগস্ট: আগামী 19 অগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ফিল্ম বেল বটম ৷ মুক্তির নয়া তারিখ আগেই ঘোষণা করেছিলেন অভিনেতা স্বয়ং ৷ এ বার আরও একটি সুখবর দিলেন তিনি ৷ বলিউডের খিলাড়ি জানিয়েছেন, তাঁর মুভি 2ডি ও 3ডি - উভয় ফর্ম্যাটেই মুক্তি পাবে ৷

বেল বটম মুক্তি পাওয়ার কথা ছিল 27 জুলাই ৷ তবে সে দিন তা মুক্তি পায়নি ৷ আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটি মুক্তি পেতে চলেছে 19 অগস্ট ৷ ফিল্মের একটি ছোট ভিডিয়ো ক্লিপও এ দিন শেয়ার করেছেন অক্ষয় ৷ সেখানে তাঁকে একটি 3ডি চশমা পরতে দেখা গিয়েছে ৷ ক্যাপশনে অক্ষয় লিখেছেন, "পুরো অনুভূতির সঙ্গে প্রেক্ষাগৃহে থ্রিল উপভোগ করুন 19 অগস্ট ৷ বেল বটম 3ডি-তেও আসছে ৷"

Akshay Kumar's 'Bell bottom' will be released in 3D
সুখবর! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

দিন দুই আগেই একটি মোশন পিকচার পোস্ট করে ছবি মুক্তির দিন ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার ৷

আরও পড়ুন: তোমার গৌরবে গর্বিত দেশ, সিন্ধুজয়ে উচ্ছ্বসিত বলিউড

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত বেল বটমে দেখা যাবে বাণী কাপুর, লারা দত্ত ও হুমা কুরেশিকে ৷ এটি আশির দশকের প্রেক্ষাপটে তৈরি একটি স্পাই থ্রিলার ৷ সেই সময়ে দেশে অন্যতম চাঞ্চল্যকর বিমান অপহরণের ঘটনা নিয়েই এগিয়েছে বেল বটমের গল্প ৷ র এজেন্টের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে ৷ শোনা যাচ্ছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্র ফুটিয়ে তুলবেন লারা দত্ত ৷ অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বাণী কাপুর ৷ অসীম অরোরা ও পারভেজ শেখের লেখা বেল বটমই প্রথম ছবি যেটি করোনা ভাইরাস অতিমারির সময়েই কাজ শুরু ও শেষ করে ৷ এর শ্যুটিং হয়েছে স্কটল্যান্ডে ৷

দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে ছবিমুক্তি নিয়ে আশায় বুক বাঁধছেন চলচ্চিত্র জগতের কুশীলবরা ৷ দর্শকদের হলমুখী করতে আর কোন ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এখন সেটাই দেখার ৷

মুম্বই, 2 অগস্ট: আগামী 19 অগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ফিল্ম বেল বটম ৷ মুক্তির নয়া তারিখ আগেই ঘোষণা করেছিলেন অভিনেতা স্বয়ং ৷ এ বার আরও একটি সুখবর দিলেন তিনি ৷ বলিউডের খিলাড়ি জানিয়েছেন, তাঁর মুভি 2ডি ও 3ডি - উভয় ফর্ম্যাটেই মুক্তি পাবে ৷

বেল বটম মুক্তি পাওয়ার কথা ছিল 27 জুলাই ৷ তবে সে দিন তা মুক্তি পায়নি ৷ আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটি মুক্তি পেতে চলেছে 19 অগস্ট ৷ ফিল্মের একটি ছোট ভিডিয়ো ক্লিপও এ দিন শেয়ার করেছেন অক্ষয় ৷ সেখানে তাঁকে একটি 3ডি চশমা পরতে দেখা গিয়েছে ৷ ক্যাপশনে অক্ষয় লিখেছেন, "পুরো অনুভূতির সঙ্গে প্রেক্ষাগৃহে থ্রিল উপভোগ করুন 19 অগস্ট ৷ বেল বটম 3ডি-তেও আসছে ৷"

Akshay Kumar's 'Bell bottom' will be released in 3D
সুখবর! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

দিন দুই আগেই একটি মোশন পিকচার পোস্ট করে ছবি মুক্তির দিন ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার ৷

আরও পড়ুন: তোমার গৌরবে গর্বিত দেশ, সিন্ধুজয়ে উচ্ছ্বসিত বলিউড

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত বেল বটমে দেখা যাবে বাণী কাপুর, লারা দত্ত ও হুমা কুরেশিকে ৷ এটি আশির দশকের প্রেক্ষাপটে তৈরি একটি স্পাই থ্রিলার ৷ সেই সময়ে দেশে অন্যতম চাঞ্চল্যকর বিমান অপহরণের ঘটনা নিয়েই এগিয়েছে বেল বটমের গল্প ৷ র এজেন্টের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে ৷ শোনা যাচ্ছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্র ফুটিয়ে তুলবেন লারা দত্ত ৷ অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বাণী কাপুর ৷ অসীম অরোরা ও পারভেজ শেখের লেখা বেল বটমই প্রথম ছবি যেটি করোনা ভাইরাস অতিমারির সময়েই কাজ শুরু ও শেষ করে ৷ এর শ্যুটিং হয়েছে স্কটল্যান্ডে ৷

দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে ছবিমুক্তি নিয়ে আশায় বুক বাঁধছেন চলচ্চিত্র জগতের কুশীলবরা ৷ দর্শকদের হলমুখী করতে আর কোন ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.