ETV Bharat / sitara

টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে অক্ষয় ! চিন্তায় ফ্যানরা - coronavirus

আজ সকালে টুইঙ্কলকে নিয়ে হাসপাতালে যান অক্ষয় কুমার । তবে কোরোনা আক্রান্ত নন তাঁরা । পা ভেঙে যাওয়ার কারণেই তাঁকে নিয়ে অক্ষয় হাসপাতালে গিয়েছিলেন বলে একটি ভিডিয়োতে জানান টুইঙ্কল ।

df
sd
author img

By

Published : Mar 29, 2020, 7:12 PM IST

মুম্বই : সকাল সকাল টুইঙ্কল খান্নাকে নিয়ে হাসপাতালে যান অক্ষয় কুমার । হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িতে একটি ভিডিয়ো করেন টুইঙ্কল । তাঁরা কোরোনায় আক্রান্ত হলেন কি না তা ভেবে চিন্তায় পড়ে যান ফ্যানরা । যদিও হাসপাতালে যাওয়ার কারণ ভিডিয়োতেই খোলসা করেন টুইঙ্কল ।

সকাল সাড়ে 10টা নাগাদ টুইঙ্কলকে নিয়ে হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি ফেরেন অক্ষয় । সে সময় রাস্তার চেহারাটা তুলে ধরেন টুইঙ্কল । রাস্তার পাশে সারি দিয়ে দাঁড়িয়ে অটো । কিন্তু, কোনও মানুষকে দেখতে পাওয়া যায়নি । গাড়িতে চালকের আসনে মুখে মাস্ক পরে দেখা যায় অক্ষয়কে । যদিও গাড়ি চালক হিসেবেই অক্ষয়ের পরিচয় দেন তিনি । বলেন, "আমার ড্রাইভার এসেছে চাঁদনি চক থেকে ।" আসলে দিল্লির চাঁদনি চকেই জন্ম হয় অক্ষয়ের ।

এরপরই ভিডিয়োতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা বলেন টুইঙ্কল । জানান তাঁর পা ভেঙে গিয়েছে । সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যান অক্ষয় । ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবিও তুলে ধরেন তিনি ।

যদিও টুইঙ্কলের হাসপাতালে যাওয়া নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন ফ্যানরা । আসল কারণ জানার পর তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেন তাঁরা ।

কোরোনা আতঙ্কের জেরে এখন দেশজুড়ে জারি লকডাউন । আম জনতার পাশাপাশি গৃহবন্দী তারকারাও । কোয়ারেন্টাইনে রয়েছেন অক্ষয়ও । এর আগে একাধিকবার দেশবাসীকে কোরোনা নিয়ে সতর্ক করেছেন তিনি । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছেন । এমনকী, এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ার্স ফান্ড'-এ 25 কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি ।

মুম্বই : সকাল সকাল টুইঙ্কল খান্নাকে নিয়ে হাসপাতালে যান অক্ষয় কুমার । হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িতে একটি ভিডিয়ো করেন টুইঙ্কল । তাঁরা কোরোনায় আক্রান্ত হলেন কি না তা ভেবে চিন্তায় পড়ে যান ফ্যানরা । যদিও হাসপাতালে যাওয়ার কারণ ভিডিয়োতেই খোলসা করেন টুইঙ্কল ।

সকাল সাড়ে 10টা নাগাদ টুইঙ্কলকে নিয়ে হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি ফেরেন অক্ষয় । সে সময় রাস্তার চেহারাটা তুলে ধরেন টুইঙ্কল । রাস্তার পাশে সারি দিয়ে দাঁড়িয়ে অটো । কিন্তু, কোনও মানুষকে দেখতে পাওয়া যায়নি । গাড়িতে চালকের আসনে মুখে মাস্ক পরে দেখা যায় অক্ষয়কে । যদিও গাড়ি চালক হিসেবেই অক্ষয়ের পরিচয় দেন তিনি । বলেন, "আমার ড্রাইভার এসেছে চাঁদনি চক থেকে ।" আসলে দিল্লির চাঁদনি চকেই জন্ম হয় অক্ষয়ের ।

এরপরই ভিডিয়োতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা বলেন টুইঙ্কল । জানান তাঁর পা ভেঙে গিয়েছে । সেই কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যান অক্ষয় । ব্যান্ডেজ বাঁধা পায়ের ছবিও তুলে ধরেন তিনি ।

যদিও টুইঙ্কলের হাসপাতালে যাওয়া নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন ফ্যানরা । আসল কারণ জানার পর তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেন তাঁরা ।

কোরোনা আতঙ্কের জেরে এখন দেশজুড়ে জারি লকডাউন । আম জনতার পাশাপাশি গৃহবন্দী তারকারাও । কোয়ারেন্টাইনে রয়েছেন অক্ষয়ও । এর আগে একাধিকবার দেশবাসীকে কোরোনা নিয়ে সতর্ক করেছেন তিনি । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছেন । এমনকী, এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ার্স ফান্ড'-এ 25 কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.