ETV Bharat / sitara

লন্ডন থেকে ফিরেও পার্টি,কোরোনাক্রান্ত কণিকার আচরণে স্তম্ভিত বলিউড - কণিকা কাপুরের খবর

10 দিন আগে লন্ডন থেকে ফেরার পর অসংখ্য মানুষের সঙ্গে মিশেছেন কণিকা কাপুর । পার্টি করেছেন, সেল্ফ কোয়ারেন্টাইনে যাবার কথা মনেই হয়নি তাঁর । আর গতকাল Covid-19 পজ়িটিভ ধরা পড়েছে কণিকার । এই খবর সামনে আসার পর থেকেই কণিকার দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে উত্তাল দেশ । তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে FIR । কী করে এমন করলেন কণিকা ? স্তম্ভিত বলিউডও ।

Bollywood slammed kanika kapoor
Bollywood slammed kanika kapoor
author img

By

Published : Mar 21, 2020, 3:25 PM IST

মুম্বই : কণিকা কাপুরের দায়িত্বজ্ঞানহীন আচরণে অবাক দেশ । যেখানে সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ বিদেশ থেকে ফিরে এয়ারপোর্ট থেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন, সেখানে 10 দিন আগে লন্ডন থেকে ফিরে কণিকা দেখা করেছেন অসংখ্য মানুষের সঙ্গে, পার্টি করেছেন জমিয়ে । গায়িকার এমন কার্যকলাপে স্তম্ভিত বলিউডের একাধিক ব্য়ক্তিত্ব ।

অক্ষয় কুমার সরাসরি কণিকার বিরুদ্ধে কিছু না বললেও, মানুষের সতর্কতার অভাব নিয়ে কড়া সমোলাচনা করেছেন সোশাল মিডিয়ায় । খুব সুন্দর একটা লাইনের মাধ্যমে তিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন । বলেছেন, "এই প্রথম এমন একটা রেস হতে চলেছে, যেখানে উইনার সে-ই হবে যে থেমে যাবে ।"

ঋষি কাপুর লিখেছেন, "আজ কাল কিছু 'কাপুর'-দের সময়টা ভালো যাচ্ছে না । ভয় লাগে । হে মালিক 'কাপুরদের' রক্ষা কোরো, কোনও ভুল যেন না হয়ে যায় । জয় মাতা দি ।"

  • Aaj kal kuch “Kapoor”logon pe time bhaari hai. Darta hoon. Hey Malik raksha karna doosre “Kapoor-on”ki! Koi galat kaam na ho kabhi. Jai Mata Di! pic.twitter.com/gPyHJvGGaY

    — Rishi Kapoor (@chintskap) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনা মহাপাত্র সরাসরি আক্রমণ করেছেন কণিকাকে । তিনি লিখেছেন, "কণিকা কাপুর নিজের ট্র্যাভেল হিস্ট্রি লুকিয়েছেন (ভগবান জানে কীভাবে), লক্ষ্ণৌ-মুম্বইতে ইভেন্টে উপস্থিত থেকেছেন, একটি পাঁচতারা হোটেলে পার্টি করেছেন, আর শরীরে সেই ভাইরাসটা নিয়েই সব করেছেন ।"

  • Case in point, #KanikaKapoor hid her travel history after landing in #India (goddess knows how),attended events in Lucknow,Mumbai,went partying while staying in a 5 🌟& has the virus!So all of U giving me gyan about how ‘simplistic’ PM’s speech was,was it really?#WeThePeople 😑 https://t.co/k7SbFyNvr8

    — SONA (@sonamohapatra) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চুপ থাকেননি ফিল্মমেকার ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক পণ্ডিতও । লিখেছেন, "শেম অন ইউ কণিকা কাপুর । দায়িত্বজ্ঞানহীনের মতো আপনি প্রশাসনের থেকে সব ডিটেল লুকিয়েছেন । পাঁচতারা হোটেলে পার্টি করেছেন, 100-র কাছাকাছি লোকের সংস্পর্শে এসেছেন । আর এখন আপনি কোরোনা আক্রান্ত । এতগুলো মানুষের জীবন সংকটের মধ্যে ফেলে দিলেন আপনি ।"

  • Shame on U @TheKanikakapoor
    for being irresponsible by hiding ur details from the authorities, after U returned from #London & joining a party at a 5 star hotel, coming into contact with nearly 100 ppl.
    Now that U hv tested #CoronaVirus +ve, U hv put others’ life also in danger.

    — Ashoke Pandit (@ashokepandit) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হজরতগঞ্জ ও গোমতি নগর থানায় FIR দায়ের করা হয়েছে কণিকা কাপুরের বিরুদ্ধে ।

মুম্বই : কণিকা কাপুরের দায়িত্বজ্ঞানহীন আচরণে অবাক দেশ । যেখানে সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ বিদেশ থেকে ফিরে এয়ারপোর্ট থেকেই সেল্ফ কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন, সেখানে 10 দিন আগে লন্ডন থেকে ফিরে কণিকা দেখা করেছেন অসংখ্য মানুষের সঙ্গে, পার্টি করেছেন জমিয়ে । গায়িকার এমন কার্যকলাপে স্তম্ভিত বলিউডের একাধিক ব্য়ক্তিত্ব ।

অক্ষয় কুমার সরাসরি কণিকার বিরুদ্ধে কিছু না বললেও, মানুষের সতর্কতার অভাব নিয়ে কড়া সমোলাচনা করেছেন সোশাল মিডিয়ায় । খুব সুন্দর একটা লাইনের মাধ্যমে তিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন । বলেছেন, "এই প্রথম এমন একটা রেস হতে চলেছে, যেখানে উইনার সে-ই হবে যে থেমে যাবে ।"

ঋষি কাপুর লিখেছেন, "আজ কাল কিছু 'কাপুর'-দের সময়টা ভালো যাচ্ছে না । ভয় লাগে । হে মালিক 'কাপুরদের' রক্ষা কোরো, কোনও ভুল যেন না হয়ে যায় । জয় মাতা দি ।"

  • Aaj kal kuch “Kapoor”logon pe time bhaari hai. Darta hoon. Hey Malik raksha karna doosre “Kapoor-on”ki! Koi galat kaam na ho kabhi. Jai Mata Di! pic.twitter.com/gPyHJvGGaY

    — Rishi Kapoor (@chintskap) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনা মহাপাত্র সরাসরি আক্রমণ করেছেন কণিকাকে । তিনি লিখেছেন, "কণিকা কাপুর নিজের ট্র্যাভেল হিস্ট্রি লুকিয়েছেন (ভগবান জানে কীভাবে), লক্ষ্ণৌ-মুম্বইতে ইভেন্টে উপস্থিত থেকেছেন, একটি পাঁচতারা হোটেলে পার্টি করেছেন, আর শরীরে সেই ভাইরাসটা নিয়েই সব করেছেন ।"

  • Case in point, #KanikaKapoor hid her travel history after landing in #India (goddess knows how),attended events in Lucknow,Mumbai,went partying while staying in a 5 🌟& has the virus!So all of U giving me gyan about how ‘simplistic’ PM’s speech was,was it really?#WeThePeople 😑 https://t.co/k7SbFyNvr8

    — SONA (@sonamohapatra) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চুপ থাকেননি ফিল্মমেকার ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক পণ্ডিতও । লিখেছেন, "শেম অন ইউ কণিকা কাপুর । দায়িত্বজ্ঞানহীনের মতো আপনি প্রশাসনের থেকে সব ডিটেল লুকিয়েছেন । পাঁচতারা হোটেলে পার্টি করেছেন, 100-র কাছাকাছি লোকের সংস্পর্শে এসেছেন । আর এখন আপনি কোরোনা আক্রান্ত । এতগুলো মানুষের জীবন সংকটের মধ্যে ফেলে দিলেন আপনি ।"

  • Shame on U @TheKanikakapoor
    for being irresponsible by hiding ur details from the authorities, after U returned from #London & joining a party at a 5 star hotel, coming into contact with nearly 100 ppl.
    Now that U hv tested #CoronaVirus +ve, U hv put others’ life also in danger.

    — Ashoke Pandit (@ashokepandit) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হজরতগঞ্জ ও গোমতি নগর থানায় FIR দায়ের করা হয়েছে কণিকা কাপুরের বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.