ETV Bharat / sitara

শেষে 'সূর্যবংশী'-র সেটে ঝাঁট দিতে হল ক্যাটরিনাকে ? - অক্ষয় কুমারের খবর

নিজের আসন্ন ছবি 'সূর্যবংশী'-র সেটে ঝাঁট দিলেন ক্যাটরিনা কাইফ । সেই 'বিহাইন্ড দ্য সিন' মজার ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয় কুমার ।

Akshay Kumar and Katrina Kaif latest news
Akshay Kumar and Katrina Kaif latest news
author img

By

Published : Feb 4, 2020, 11:34 AM IST

মুম্বই : রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'-তে একসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ । শুটিং ফ্লোরে কাজের পাশাপাশি কতটা মজা করেন দুই তারকা ? একটি ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয় ।

টুইটারে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যাটরিনা ফ্লোর ঝাঁট দিচ্ছেন । অক্ষয় তাঁকে প্রশ্ন করলেন, "ক্যাটরিনাজী আপনি কী করছেন ?" উত্তরে অভিনেত্রী বললেন, "সাফাই করছি.." তবে একটু পরে বদলে গেল ঝাঁটার ডিরেকশন । ময়লার বদলে অক্ষয়কেই ঝেঁটিয়ে বিদায় করতে চাইলেন ক্যাটরিনা ।

ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, "স্পটেড : সূর্যবংশীর সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর.."

অনেক বছর পর অক্ষয়ের সঙ্গে এক ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে । তাঁরা 'সিং ইজ় কিং', 'নমস্তে লন্ডন','ওয়েলকাম'-এর মতো হিট ছবিতে কাজ করেছেন এর আগে । প্রায় 9 বছর পর আবার দুই তারকাকে একসঙ্গে বড় পরদায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক ।

রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'-এর চতুর্থ ইনস্টলমেন্ট এই ছবি । এর আগে এই ফ্র্যাঞ্চাইজ়ির 'সিংহম','সিংহম রিটার্নস' ও 'সিম্বা' ছবি ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসে । একদিকে অক্ষয় কুমার আর অন্যদিকে রোহিত শেট্টি, দুই হিট মেশিন এবার কত বড় হিট দিতে চলেছেন দর্শককে সেটাই দেখার ।

মুম্বই : রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'-তে একসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ । শুটিং ফ্লোরে কাজের পাশাপাশি কতটা মজা করেন দুই তারকা ? একটি ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয় ।

টুইটারে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যাটরিনা ফ্লোর ঝাঁট দিচ্ছেন । অক্ষয় তাঁকে প্রশ্ন করলেন, "ক্যাটরিনাজী আপনি কী করছেন ?" উত্তরে অভিনেত্রী বললেন, "সাফাই করছি.." তবে একটু পরে বদলে গেল ঝাঁটার ডিরেকশন । ময়লার বদলে অক্ষয়কেই ঝেঁটিয়ে বিদায় করতে চাইলেন ক্যাটরিনা ।

ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, "স্পটেড : সূর্যবংশীর সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর.."

অনেক বছর পর অক্ষয়ের সঙ্গে এক ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে । তাঁরা 'সিং ইজ় কিং', 'নমস্তে লন্ডন','ওয়েলকাম'-এর মতো হিট ছবিতে কাজ করেছেন এর আগে । প্রায় 9 বছর পর আবার দুই তারকাকে একসঙ্গে বড় পরদায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক ।

রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'-এর চতুর্থ ইনস্টলমেন্ট এই ছবি । এর আগে এই ফ্র্যাঞ্চাইজ়ির 'সিংহম','সিংহম রিটার্নস' ও 'সিম্বা' ছবি ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসে । একদিকে অক্ষয় কুমার আর অন্যদিকে রোহিত শেট্টি, দুই হিট মেশিন এবার কত বড় হিট দিতে চলেছেন দর্শককে সেটাই দেখার ।

Intro:Body:

শেষে 'সূর্যবংশী'-র সেটে ঝাঁট দিতে হল ক্যাটরিনাকে ?



নিজের আসন্ন ছবি 'সূর্যবংশী'-র সেটে ঝাঁট দিলেন ক্যাটরিনা কাইফ । সেই 'বিহাইন্ড দ্য সিন' মজার ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয় কুমার ।



মুম্বই : রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'-তে একসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ । শুটিং ফ্লোরে কাজের পাশাপাশি কতটা মজা করেন দুই তারকা ? একটি ভিডিয়ো শেয়ার করলেন অক্ষয় ।



টুইটারে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যাটরিনা ফ্লোর ঝাঁট দিচ্ছেন । অক্ষয় তাঁকে প্রশ্ন করলেন, "ক্যাটরিনাজী আপনি কী করছেন ?" উত্তরে অভিনেত্রী বললেন, "সাফাই করছি.." তবে একটু পরে বদলে গেল ঝাঁটার ডিরেকশন । ময়লার বদলে অক্ষয়কেই ঝেঁটিয়ে বিদায় করতে চাইলেন ক্যাটরিনা ।



ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় ক্যাপশনে লিখেছেন, "স্পটেড : সূর্যবংশীর সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর.."



অনেক বছর পর অক্ষয়ের সঙ্গে এক ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে । তাঁরা 'সিং ইজ় কিং', 'নমস্তে লন্ডন','ওয়েলকাম'-এর মতো হিট ছবিতে কাজ করেছেন এর আগে । প্রায় 9 বছর পর আবার দুই তারকাকে একসঙ্গে বড় পরদায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক ।   




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.