মুম্বই : ফোর্বসের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় প্রথম দশে একমাত্র বলিউড অভিনেতা অক্ষয় কুমার । তাঁর বার্ষিক আয় 362 কোটি টাকা । তালিকায় প্রথম স্থানাধিকারী তারকা হলেন ডোয়াইন জনসন । 2019 সালে 1 জুন থেকে 2020 সালের 1 জুন অবধি জনসনের আয় 87.5 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 655 কোটি টাকা ।
এই তালিকার ষষ্ঠ স্থান অধিকার করেছেন অক্ষয় কুমার । তাঁর প্রায় প্রতি ছবিই ব্লকবাস্টার হয় । শাহরুখ-সলমন-আমির, বলিউডের তিন খানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অক্ষয়ের জনপ্রিয়তা, তাঁর গ্রহণযোগ্যতা । বক্স অফিস সাফল্যের দিক থেকে আজ অক্ষয় তিন খানকেও ছাপিয়ে গেছেন । অথচ এই অক্ষয়ই এক সময় ধারাবাহিকভাবে ব্যর্থতার মুখোমুখি হয়ে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ।
ফোর্বস জানিয়েছে যে, অক্ষয়ের উপার্জনের বেশিরভাগ টাকাটা আসে তাঁর ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে । মোবাইল, কাপড় কাচার সাবান, ছেলেদের গারমেন্ট কোথায় নেই অক্ষয় ? বলা মুশকিল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে এটা অক্ষয়ের মোট উপার্জন । এর থেকে বাদ যায় তাঁর সরকারি ট্যাক্সের টাকা, এজেন্ট, ম্যানেজার আর আইনজীবীদের দেওয়া পারিশ্রমিক । জানানো হয়েছে ফোর্বসের তরফ থেকে ।
আপাতত অক্ষয়ের ঝুলিতে রয়েছে 'বেল বটম' বা 'অতরঙ্গী রে', 'সূর্যবংশী'-র মতো ছবি । লকডাউনের পর শুরু হয়ে গেছে তাঁর শুটিংও ।