ETV Bharat / sitara

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলেব্রিটিদের একজন, কেমন লাগে অক্ষয়ের?

author img

By

Published : Aug 7, 2019, 3:26 PM IST

ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে 'হাইয়েস্ট পেড সেলেব্রিটি'-দের (সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত) মধ্যে অন্য়তম অক্ষয় কুমার। কেমন লাগে অভিনেতার? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন অক্ষয়।

অক্ষয় কুমার

মুম্বই : একটা সময় এমন গেছে যখন পরপর সমস্ত ছবি ফ্লপ করেছে অক্ষয়ের। একাধিক বার এমন হয়েছে যে, ইন্ডাস্ট্রি ধরে নিয়েছে এরপর আর ছবি করবেন না অক্ষয়। আর তারপরই কোনও একটা চমক দিয়ে ফিরে এসেছেন তিনি। দিয়েছেন ব্লকবাস্টার ছবি। তবে গত দু'তিন বছরে অক্ষয়ের পরের পর ছবি সুপারহিট, ফ্লপের কোনও অবকাশই নেই। দেশাত্মবোধক ছবি 'কেশরী' হোক বা পলিটিকাল ছবি 'জলি LLB ২', সামাজিক ছবি 'টয়লেট : এক প্রেম কথা' হোক বা সাই-ফাই '২.০', সব ছবিতেই বাজিমাত অক্ষয়ের। প্রতিটা ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।

অক্ষয় কুমার
কেশরী-তে অক্ষয়

শুধু তাই নয়, ফোর্বসের তালিকা অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলেব্রিটিদের মধ্যে ৩৩ তম স্থান অধিকার করে রেখেছেন অক্ষয়। আজ কেমন লাগে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এই প্রশ্নে অক্ষয় বললেন, "এক-একটা টাকার জন্য আমায় পরিশ্রম করতে হয়েছে।"

২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত অক্ষয়ের উপার্জন প্রায় ৪৪৪ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ছবির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন থেকেও মোটা টাকা উপার্জন করেন তিনি। শোনা গেছে কোনও ব্র্যান্ডে মুখ দেখাতে অক্ষয় নেন ১০০ কোটি টাকা।

অক্ষয় কুমার
বচ্চন পাণ্ডে অক্ষয়..

অক্ষয় বললেন, "নিশ্চয়ই ভালো লাগে। টাকা আমার কাছে সবসময় ম্যাটার করে না। তবে আমি জানি যে এটা আমার কষ্টার্জিত শ্রমের মূল্য। এক-একটা টাকার জন্য আমায় চূড়ান্ত পরিশ্রম করতে হয়েছে। তাই এই টাকার গুরুত্ব রয়েছে আমার কাছে।"

সামনেই মুক্তি পাচ্ছে 'মিশন মঙ্গল'। নারীশক্তি নিয়ে তৈরি হলেও ছবিটির প্রধান মুখ কিন্তু, অক্ষয়। তাই পোস্টারেও তাঁর জন্য সবথেকে বড় স্লটটি বরাদ্দ করা হয়েছে। 'মিশন মঙ্গল' নিয়েও অনেক প্রত্য়াশা রয়েছে দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্ট।

অক্ষয় কুমার
মিশন মঙ্গল-এর পোস্টারে অক্ষয়

মুম্বই : একটা সময় এমন গেছে যখন পরপর সমস্ত ছবি ফ্লপ করেছে অক্ষয়ের। একাধিক বার এমন হয়েছে যে, ইন্ডাস্ট্রি ধরে নিয়েছে এরপর আর ছবি করবেন না অক্ষয়। আর তারপরই কোনও একটা চমক দিয়ে ফিরে এসেছেন তিনি। দিয়েছেন ব্লকবাস্টার ছবি। তবে গত দু'তিন বছরে অক্ষয়ের পরের পর ছবি সুপারহিট, ফ্লপের কোনও অবকাশই নেই। দেশাত্মবোধক ছবি 'কেশরী' হোক বা পলিটিকাল ছবি 'জলি LLB ২', সামাজিক ছবি 'টয়লেট : এক প্রেম কথা' হোক বা সাই-ফাই '২.০', সব ছবিতেই বাজিমাত অক্ষয়ের। প্রতিটা ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।

অক্ষয় কুমার
কেশরী-তে অক্ষয়

শুধু তাই নয়, ফোর্বসের তালিকা অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলেব্রিটিদের মধ্যে ৩৩ তম স্থান অধিকার করে রেখেছেন অক্ষয়। আজ কেমন লাগে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এই প্রশ্নে অক্ষয় বললেন, "এক-একটা টাকার জন্য আমায় পরিশ্রম করতে হয়েছে।"

২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত অক্ষয়ের উপার্জন প্রায় ৪৪৪ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ছবির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন থেকেও মোটা টাকা উপার্জন করেন তিনি। শোনা গেছে কোনও ব্র্যান্ডে মুখ দেখাতে অক্ষয় নেন ১০০ কোটি টাকা।

অক্ষয় কুমার
বচ্চন পাণ্ডে অক্ষয়..

অক্ষয় বললেন, "নিশ্চয়ই ভালো লাগে। টাকা আমার কাছে সবসময় ম্যাটার করে না। তবে আমি জানি যে এটা আমার কষ্টার্জিত শ্রমের মূল্য। এক-একটা টাকার জন্য আমায় চূড়ান্ত পরিশ্রম করতে হয়েছে। তাই এই টাকার গুরুত্ব রয়েছে আমার কাছে।"

সামনেই মুক্তি পাচ্ছে 'মিশন মঙ্গল'। নারীশক্তি নিয়ে তৈরি হলেও ছবিটির প্রধান মুখ কিন্তু, অক্ষয়। তাই পোস্টারেও তাঁর জন্য সবথেকে বড় স্লটটি বরাদ্দ করা হয়েছে। 'মিশন মঙ্গল' নিয়েও অনেক প্রত্য়াশা রয়েছে দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্ট।

অক্ষয় কুমার
মিশন মঙ্গল-এর পোস্টারে অক্ষয়
Intro:Body:

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলেব্রিটিদের একজন, কেমন লাগে অক্ষয়ের?



ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে 'হাইয়েস্ট পেড সেলেব্রিটি'-দের (সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত) মধ্যে অন্য়তম অক্ষয় কুমার। কেমন লাগে অভিনেতার? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন অক্ষয়।



মুম্বই : একটা সময় এমন গেছে যখন পরপর সমস্ত ছবি ফ্লপ করেছে অক্ষয়ের। একাধিক বার এমন হয়েছে যে, ইন্ডাস্ট্রি ধরে নিয়েছে এরপর আর ছবি করবেন না অক্ষয়। আর তারপরই কোনও একটা চমক দিয়ে ফিরে এসেছেন তিনি। দিয়েছেন ব্লকবাস্টার ছবি। তবে গত দু'তিন বছরে অক্ষয়ের পরের পর ছবি সুপারহিট, ফ্লপের কোনও অবকাশই নেই। দেশাত্মবোধক ছবি 'কেশরী' হোক বা পলিটিকাল ছবি 'জলি LLB ২', সামাজিক ছবি 'টয়লেট : এক প্রেম কথা' হোক বা সাই-ফাই '২.০', সব ছবিতেই বাজিমাত অক্ষয়ের। প্রতিটা ছবি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে।



শুধু তাই নয়, ফোর্বসের তালিকা অনুযায়ী, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সেলেব্রিটিদের মধ্যে ৩৩ তম স্থান অধিকার করে রেখেছেন অক্ষয়। আজ কেমন লাগে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এই প্রশ্নে অক্ষয় বললেন, "এক-একটা টাকার জন্য আমায় পরিশ্রম করতে হয়েছে।"



২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত অক্ষয়ের উপার্জন প্রায় ৪৪৪ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। ছবির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন থেকেও মোটা টাকা উপার্জন করেন তিনি। শোনা গেছে কোনও ব্র্যান্ডে মুখ দেখাতে অক্ষয় নেন ১০০ কোটি টাকা।



অক্ষয় বললেন, "নিশ্চয়ই ভালো লাগে। টাকা আমার কাছে সবসময় ম্যাটার করে না। তবে আমি জানি যে এটা আমার কষ্টার্জিত শ্রমের মূল্য। এক-একটা টাকার জন্য আমায় চূড়ান্ত পরিশ্রম করতে হয়েছে। তাই এই টাকার গুরুত্ব রয়েছে আমার কাছে।"



সামনেই মুক্তি পাচ্ছে 'মিশন মঙ্গল'। নারীশক্তি নিয়ে তৈরি হলেও ছবিটির প্রধান মুখ কিন্তু, অক্ষয়। তাই পোস্টারেও তাঁর জন্য সবথেকে বড় স্লটটি বরাদ্দ করা হয়েছে। 'মিশন মঙ্গল' নিয়েও অনেক প্রত্য়াশা রয়েছে দর্শকের মধ্যে। ছবিটি মুক্তি পাবে ১৫ অগাস্ট।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.