ETV Bharat / sitara

'বেল বটম'-এর শুটিংয়ের জন্য ব্রিটেন পাড়ি হুমা-অক্ষয়-লারার - Akshay leaves for UK

'বেল বটম'-এর শুটিংয়ের জন্য ব্রিটেন পাড়ি দিলেন ছবির কলাকুশলীরা । মুম্বই বিমানবন্দরে আজ নিউ নরম্যাল লুকে দেখা যায় অক্ষয় কুমার, হুমা কুরেশি, লারা দত্ত ও জ্যাকি ভাগনানিকে ।

dfg
dfg
author img

By

Published : Aug 6, 2020, 5:34 PM IST

মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী 'বেল বটম'। সেখানে বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর এই ছবির শুটিং শুরু করতেই আজ ব্রিটেনে পাড়ি দিলেন অক্ষয় ।

মুম্বই বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা গেল অভিনেতাকে । নীল ট্র্যাক প্যান্টের সঙ্গে টিম আপ করে পরেছিলেন জ্যাকেট । আর তার সঙ্গে সাদা মাস্ক ও কালো টুপি ।

asd
মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় পোজ় দিচ্ছেন অক্ষয়

অবশ্য এই কোরোনা পরিস্থিতির মধ্যে একা বিদেশে পাড়ি দেননি অক্ষয় । তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী টুইঙ্কল খান্না, মেয়ে নিতারা ও ছেলে আরভও । মুম্বই বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা গিয়েছে তাঁদেরও ।

fd
পরিবারের সঙ্গে ব্রিটেন পাড়ি অক্ষয়ের

এছাড়াও শুটিংয়ে যোগ দিতে মেয়ে সারা ও স্বামী মহেশ ভূপতিকে সঙ্গে নিয়ে আজ ব্রিটেনে পাড়ি দেন লারা দত্ত । মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ়িদের ক্যামেরাবন্দী হন তাঁরাও ।

asd
মেয়ে সারার সঙ্গে লারা দত্ত

বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা যায় হুমা কুরেশিকেও । সাদা প্যান্ট ও তার সঙ্গে টিমআপ করে জাম্পার পরেন তিনি । তার সঙ্গে ফেস শিল্ড ও মাস্ক তো রয়েছেই । পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ়ও দিতে দেখা যায় অভিনেত্রীকে ।

dfsasd
মুম্বই বিমানবন্দরে হুমা

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ফিল্মটি 1980 সালের ব্যাকড্রপে তৈরি । ভারতের এক বীর জওয়ান, আজ যাঁর পরিচয় অনেকটাই ফিকে । তাঁর জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি । প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

sfd
জ্যাকি ভাগনানি

তবে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি । প্রায় রোজই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এর মধ্যেই শুটিং শুরু করতে যে কোনও সমস্যা নেই, সেকথা কয়েকদিন আগে সাক্ষাৎকারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অক্ষয় । তিনি বলেছিলেন, "অবশ্যই এই পরিস্থিতির মধ্যে আমি শুটিং শুরু করব । কারণ কতদিন আর ভয় ভয় বেঁচে থাকা সম্ভব ? যখন প্রথম এই ভাইরাসটা দেশে থাবা বসাতে শুরু করেছিল, তখন অনেকেই এই ভাইরাস সম্পর্কে কিছুই জানতেন না । মনে ভয়ও ছিল সবার । অনেকে আক্রান্তও হয়েছেন । কিন্তু, এখন অনেকেই এই সম্পর্কে অনেক কিছুই জানেন । আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক হলে এর সঙ্গে লড়াই করাও সম্ভব । তাই আমি সব নিয়ম মেনে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি ।"

মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী 'বেল বটম'। সেখানে বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর এই ছবির শুটিং শুরু করতেই আজ ব্রিটেনে পাড়ি দিলেন অক্ষয় ।

মুম্বই বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা গেল অভিনেতাকে । নীল ট্র্যাক প্যান্টের সঙ্গে টিম আপ করে পরেছিলেন জ্যাকেট । আর তার সঙ্গে সাদা মাস্ক ও কালো টুপি ।

asd
মুম্বই বিমানবন্দরে ক্যামেরায় পোজ় দিচ্ছেন অক্ষয়

অবশ্য এই কোরোনা পরিস্থিতির মধ্যে একা বিদেশে পাড়ি দেননি অক্ষয় । তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী টুইঙ্কল খান্না, মেয়ে নিতারা ও ছেলে আরভও । মুম্বই বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা গিয়েছে তাঁদেরও ।

fd
পরিবারের সঙ্গে ব্রিটেন পাড়ি অক্ষয়ের

এছাড়াও শুটিংয়ে যোগ দিতে মেয়ে সারা ও স্বামী মহেশ ভূপতিকে সঙ্গে নিয়ে আজ ব্রিটেনে পাড়ি দেন লারা দত্ত । মুম্বই বিমানবন্দরে পাপারাৎজ়িদের ক্যামেরাবন্দী হন তাঁরাও ।

asd
মেয়ে সারার সঙ্গে লারা দত্ত

বিমানবন্দরে নিউ নরম্যাল লুকে দেখা যায় হুমা কুরেশিকেও । সাদা প্যান্ট ও তার সঙ্গে টিমআপ করে জাম্পার পরেন তিনি । তার সঙ্গে ফেস শিল্ড ও মাস্ক তো রয়েছেই । পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ়ও দিতে দেখা যায় অভিনেত্রীকে ।

dfsasd
মুম্বই বিমানবন্দরে হুমা

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ফিল্মটি 1980 সালের ব্যাকড্রপে তৈরি । ভারতের এক বীর জওয়ান, আজ যাঁর পরিচয় অনেকটাই ফিকে । তাঁর জীবন নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি । প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

sfd
জ্যাকি ভাগনানি

তবে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি । প্রায় রোজই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এর মধ্যেই শুটিং শুরু করতে যে কোনও সমস্যা নেই, সেকথা কয়েকদিন আগে সাক্ষাৎকারে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অক্ষয় । তিনি বলেছিলেন, "অবশ্যই এই পরিস্থিতির মধ্যে আমি শুটিং শুরু করব । কারণ কতদিন আর ভয় ভয় বেঁচে থাকা সম্ভব ? যখন প্রথম এই ভাইরাসটা দেশে থাবা বসাতে শুরু করেছিল, তখন অনেকেই এই ভাইরাস সম্পর্কে কিছুই জানতেন না । মনে ভয়ও ছিল সবার । অনেকে আক্রান্তও হয়েছেন । কিন্তু, এখন অনেকেই এই সম্পর্কে অনেক কিছুই জানেন । আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক হলে এর সঙ্গে লড়াই করাও সম্ভব । তাই আমি সব নিয়ম মেনে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.