মুম্বই : যিনি প্রতি বছর একাধিক ব্লকবাস্টার ছবি রিলিজ় করেন বিগ স্ক্রিনে, আজ তাঁর ছবি OTT প্ল্যাটফর্মে । অভিজ্ঞতা যে আলাদা হবে সেটাই স্বাভাবিক । অক্ষয় কুমারের 'লক্ষ্মী' হয়তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে, তবে বড় পরদার সিনেমা দেখার সেই আনন্দটা খুঁজে পাচ্ছেন না অভিনেতা ।
"তফাত তো আছেই । বড় স্ক্রিন কিন্তু বড় স্ক্রিনই । আর বাইরে বেরিয়ে একসঙ্গে সিনেমা দেখার মজাটা আলাদাই । বাড়িতে বসে টিভি বা মোবাইলে সিনেমা দেখলে কি সেই আনন্দটা পাওয়া যাবে ?" IANS-কে বললেন অক্ষয় ।
তবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতেই হবে । অক্ষয় বললেন, "এখন এই কোভিড-19-র সময় একে অপরের সঙ্গে দেখা করাটাই মুশকিলের হয়ে গেছে । এটা এই সময়ের চাহিদা । মেনে তো নিতেই হবে ।"
ডিজ়নি হটস্টারে মুক্তি পেয়েছে 'লক্ষ্মী' । তবে দর্শকের খুব মনে একটা মনে ধরেনি সেই ছবি । অবাস্তব প্লট আর অতিরঞ্জিত অভিনয় সমালোচকদেরও পছন্দ হয়নি তেমন ।
অক্ষয় খুব তাড়াতাড়ি আসছেন তাঁর বিগ স্ক্রিন রিলিজ় নিয়ে । তাঁর 'সূর্যবংশী' ছবিটি মুক্তির মুখে ।